স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাস মোকাবেলায় এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তি শেন ওয়ার্ন। নিজের জিন প্রস্তুতকারক কোম্পানিতে হ্যান্ড স্যানিটাইজার তৈরির সিদ্ধান্ত নিলেন তিনি।
বিশ্বে মহামারী রূপ নিয়ে ভাইরাস কোভিড-১৯। ইতিমধ্যে সারাবিশ্বে এটি কেড়ে নিয়েছে ৮ হাজারের বেশি মানুষের প্রাণ। আক্রান্তের সংখ্যা ২ লাখের বেশি ছাড়িয়েছে।
অস্ট্রেলিয়াতে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬৮ জন। তন্মধ্যে মারা গেছেন ৬ জন। এরকম পরিস্থিতিতে প্রাণঘাতী এ ভাইরাস মোকাবেলায় বেসরকারি কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন।
তার নির্দেশ মোতাকেক যুদ্ধকালীন পরিস্থিতিতে করোনাভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় সামগ্রী তৈরি করছে বিভিন্ন অস্ট্রেলীয় বেসরকারি কোম্পানি। ব্যতিক্রম নন সাবেক অজি লেগস্পিন জাদুকর ওয়ার্ন। নিজের জিন প্রস্তুতকারক কোম্পানি ’সেভেন জিরো এইট’-এ হ্যান্ড স্যানিটাইজার তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এগুলো দক্ষিণ অস্ট্রেলিয়ার বিভিন্ন হাসপাতালে পৌঁছে দেয়া হবে।
বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানিয়েছে, ওয়ার্ন ও তার প্রতিষ্ঠাতা সিদ্ধান্ত নিয়েছে করোনা মোকাবেলায় নিজেদের প্রোডাক্টশন বন্ধ করার। পরিবর্তে প্রস্তুত করছে ৭০ শতাংশ অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার। এরই মধ্যে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দুটি হাসপাতালের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। অর্থের বিনিময়ে এ পণ্য সেগুলোতে পৌঁছে দেয়া হবে।
ওয়ার্নের এ কোম্পানি জিন প্রস্তুত করে অতীতে পুরস্কার জিতেছে। কিন্তু তা থামিয়ে এখন মারণঘাতী করোনা মোকাবেলায় হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করার সিদ্ধান্তে উপনীত হয়েছে তারা। ঘূর্ণি জাদুকরের এ উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে।
সর্বোপরি, একে চ্যালেঞ্জ হিসবে নিয়েছেন ওয়ার্ন। তিনি বলেন, এটা অস্ট্রেলিয়ানদের কাছে একটা চ্যালেঞ্জ। সাহায্যের জন্য আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। হেলথকেয়ার সিস্টেমের মাধ্যমে করোনার বিরুদ্ধে লড়াই করতে হবে। আশা করি, অনেকের জীবন বাঁচাতে পারব। আমি খুশি যে, সেভেন জিরো এইটের মতো অন্য কোম্পানিগুলোও তা করবে।
তথ্যসূত্র : কলকাতা ২৪X৭।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।