বিনোদন ডেস্ক : পৃথিবীর বিখ্যাত হ্যামিলনের বাঁশিওয়ালার কথা মনে আছে? প্রায় ৭০০ বছর বেশি আগে জার্মানির ছোট্ট শহর হ্যামিলনে ঘটেছিল বিখ্যাত এ ঘটনাটি। হ্যামিলনের গির্জার দেয়ালে আঁকা ছবি থেকে প্রথম এ ঘটনার কথা জানতে পারে মানুষ।
পরে এ নিয়ে গল্প-কবিতা লিখেছেন গ্রিম ভ্রাতৃদ্বয়ের মতো অনেকেই। রূপকথার কালজয়ী সেই হ্যামিলনের বাঁশিওয়ালা রূপে এবার দেখা যাবে মোশাররফ করিমকে। কিন্তু জার্মানি নয়, তাকে দেখা যাবে ঢাকা শহরের মানুষের সুখ-দুঃখের সঙ্গে জড়িয়ে পড়তে। চরিত্র রূপকথার হলেও তা নতুন এক গল্পের ধারাবাহিক নাটকে তুলে ধরা হয়েছে। নাম তাই ‘হ্যামিলনের বাঁশিওয়ালা এখন ঢাকায়’।
নাটকটি রচনা ও পরিচালনা করেন আশরাফুজ্জামান। নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এতে আরও আছেন অর্ষা, ঊর্মিলা শ্রাবন্তী কর, শহীদুজ্জামান সেলিম, আরফান, নাদিয়া মিম, এলেন শুভ্র, শফিক খান দিলু প্রমুখ।
নাটকটি প্রসঙ্গে মোশাররফ করিম সময় সংবাদকে বলেন, ‘এর গল্পে গুরুত্বপূর্ণ বক্তব্য আছে। আর এই চরিত্রটি সম্পর্কে মানুষের একটি ইতিবাচক ধারণাও আছে। আমিও দুর্বল ছিলাম বাঁশিয়ালার প্রতি। সেই চরিত্র যখন আমাকে করতে হয় তখন নিজের মধ্যে একটা দায়িত্ববোধ বেড়ে যায়। তাছাড়া গতানুগতিকতার বাইরে গিয়ে নাটকটিতে কাজ করলাম। আশা করি, এটি সবার ভালো লাগবে।’
নির্মাতা আশরাফুজ্জামান জানান, ‘হ্যামিলনের বাঁশিওয়ালা এখন ঢাকায়’ নাটকটি আমার ছোটবেলায় যখন স্কুলে পড়েছিলাম তখন কতই না ভালো লেগেছে। সেই ভালোলাগা থেকে আমি নাটকটি তৈরি করি। নাটকটি খুব শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।