টেলর সুইফট যুক্তরাষ্ট্রের নির্বাচনে কমলা হ্যারিসকে সমর্থন দিয়ে তুলেছেন ঝড়। সেই ঝোড়ো বাতাস এখন অনেক নৌকার পালে দিচ্ছে হাওয়া। মাত্র এক ঘণ্টা সময়ের ব্যবধানে বিক্রি শুরু হয়েছে হ্যারিস–ওয়ালজ ক্যাম্পেইনের ফ্রেন্ডশিপ ব্রেসলেট।
আসন্ন মার্কিন নির্বাচনে সব হিসাব মনে হয় উল্টে যেতে বসেছে এক সুইফট–ঝড়ে। সম্প্রতি তিনি ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন দিয়ে ঝড় তুলে ফেলেছেন। তাঁর সমর্থনের পর থেকেই হু হু করে বিক্রি হতে শুরু করেছে কমল হ্যারিস-টিম ওয়ালজ জুটির নির্বাচনী প্রচারণার ফ্রেন্ডশিপ ব্রেসলেট।
তারকারা বরাবরই ‘ইনফ্লুয়েন্সার’—এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর তিনি যদি হন টেলর সুইফটের মতো কোনো তারকা, তাহলে তো কথাই নেই। সেটা তিনি নানাভাবে প্রমাণ করে চলেছেন। তবে বেশি সাড়া জাগিয়েছে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন দিয়ে। দুই দিন আগের কথাই ধরা যাক। নিজের বিড়ালের সঙ্গে এক আবেদনময় ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে টেলর লেখেন, ‘২০২৪ সালের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে আমি কমলা হ্যারিস আর টিম ওয়ালজকে আমার ভোটটা দেব। কারণ, আমি বিশ্বাস করি, কমলা অধিকারের জন্য লড়াই করেন।’
এরপর নেটপাড়ায় শুরু হয় তুফান। সমালোচনার মুখে পড়তে হয় সুইফটকে। এমনকি কটাক্ষ করতে শুরু করেন স্বয়ং সুইফটিরাও। অবশ্য তাতে খুব একটা সমস্যা হয়েছে, তা বলা যাবে না। কারণ, তাঁদের সমর্থনের জন্য সুইফটকে সাধুবাদ জানিয়ে খোদ টিম ওয়ালজ বলেছেন, ‘আমি ভীষণভাবে কৃতজ্ঞ টেলর সুইফটের কাছে। আর সুইফটিরা শোনো, আমিও টেলর সুইফটের মতো একটি বিড়ালের দেখভাল করি।’
টেলর সুইফটের পোস্টটি ভাইরাল হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে সুযোগের সদ্ব্যবহার করে কমলা হ্যারিসের ক্যাম্পেইন মার্চেন্ডাইজ ওয়েবসাইট। তারা বিক্রি শুরু করে হ্যারিস-ওয়ালজ ফ্রেন্ডশিপ ব্রেসলেট! প্রতিটি ব্রেসলেটের মূল্য নির্ধারণ করা হয় ২০ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ২ হাজার ৪০০ টাকা।
ইরাস টুর কনটার্স আউটফিটের বেশ জনপ্রিয় সংযোজন ছিল ফ্রেন্ডশিপ ব্রেসলেট। হাতে বানানো সেই ব্রেসলেটগুলোর অনুপ্রেরণা ছিল সুইফটেরই একটি জনপ্রিয় গান ‘ইউ আর অন ইউর ওন, কিড’ গানের কথা। এবারও এর ব্যতিক্রম হয়নি। কমলা হ্যারিসের প্রচারণায় যোগ হয়েছে এই ব্রেসলেট। এখানে অনুপ্রেরণার উৎস সুইফটেরই আরেকটি গান ‘আর ইউ রেডি ফর ইট?’ থেকে। এটি তাঁর ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘রেপুটেশন’ অ্যালবামের গান। কমলা হ্যারিস বলছেন, ‘কমলা ইজ রেডি।’
কালো ও নীল সুতোয় গাঁথা বিডসে তৈরি সুদৃশ্য এই ব্রেসলেট। ক্রিম রঙের ক্লে বিডসে তৈরি এসব ব্রেসলেটে লেখা আছে—‘হ্যারিস-ওয়ালজ ২৪’। ওয়েবসাইটের প্রচারণায় ট্যাগলাইন করা হয়েছে, ‘আর ইউ রেডি ফর ইট? হ্যারিস-ওয়ালজ ফ্রেন্ডশিপ ব্রেসলেটস আর হিয়ার!’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।