আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার হ্যালোইন উৎসবে দুর্ঘটনায় মৃত বেড়ে দাঁড়িয়েছে ১৫১। এ ঘটনায় আজ রবিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। খবর রয়টার্স।
দুর্ঘটনায় নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন ইউন, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি আজ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন, এটি সত্যিই দুঃখজনক। সিউলের কেন্দ্রস্থলে গতরাতে ট্র্যাজেডি ও বিপর্যয় ঘটেছে, যা ঘটা উচিত ছিল না।
দেশটির সিউলের আইটিওন জেলায় এ ঘটনা ঘটে। নিহতের বেশিরভাগই কিশোর ও তরুণ। যাদের মধ্যে ১৯ জন বিদেশি। এ ছাড়া আহত ৮২ জনের মধ্যে ১৯ জনের অবস্থা আশঙ্কাজনক। কর্মকর্তা বলছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। তবে ঠিক কী কারণে এ সব মৃত্যু তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থলের কিছু ভিডিও বিভিন্ন মাধ্যমে প্রকাশ পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সড়কে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মরদেহবাহী ব্যাগ। স্বাস্থ্যকর্মীদের আহতদের সিপিআর দিতে দেখা যাচ্ছে, কেউ কেউ অন্য আহতদের নিচ থেকে বাকিদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন। ঘটনাস্থল থেকে বিবিসির সাংবাদিক হসু লী জানিয়েছেন, একের পর এক মরদেহ নিয়ে যেতে দেখা গিয়েছে। সেখানে অসংখ্য চিকিৎসাকর্মী ও অ্যাম্বুলেন্সও রয়েছে।
মহামারির সংক্রান্ত বিধিনিষেধ উঠে যাওয়ার পর এবারই প্রথম দক্ষিণ কোরিয়ায় এত বড় পরিসরে হ্যালোইন উৎসবের আয়োজন করা হয়েছে। ঘটনাস্থলে এক লাখের বেশি মানুষ জড়ো হয়েছিলেন। এদের অধিকাংশই হ্যালোইন পার্টিতে যোগ দিতে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে এসেছিলেন।
যেভাবে টুইটার কিনলেন ইলন মাস্ক, জানা গেল নেপথ্যের আসল কাহিনী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।