Advertisement
স্পোর্টস ডেস্ক : এবার ভক্তদের প্রশ্নের উত্তর দিতে লাইভে আসবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
অবশেষে দীর্ঘ এক বছরের নিষেধাজ্ঞা শেষ হয়েছে সাকিব আল হাসানের। আর ক্রিকেটে ফেরায় ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন সাকিব। তাই এবার ভক্তদের জন্য একটা লাইভ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলে লাইভে আসবেন এবং সেখানে ভক্তদের করা ১০টি প্রশ্নের উত্তর দিবেন।
নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে এমনটাই জানিয়েছেন সাকিব। তবে ইউটিউব লাইভ সেশনে আসার দিনক্ষণ এখনো জানাননি বিশ্বসেরা এই অলরাউন্ডার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।