বিনোদন ডেস্ক : শিল্পী সমিতির টানা তিনবার নির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খানের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই চিত্রনায়িকা নিপুণের। ভোটের দিন তিনি জায়েদের বিরুদ্ধে টাকা নিয়ে ভোট কেনার অভিযোগ করেন। এবার জায়েদের বিরুদ্ধে ১০০ মামলা করার হুঁশিয়ারি দিলেন অভিনেত্রী ও ব্যবসায়ী নিপুণ। কিন্তু হঠাৎ কেন এমন বড় পদক্ষেপ নেয়ার কথা ভাবলেন তিনি?
রবিবার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন নিপুণ। সেখানেও তিনি জায়েদ খানের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তোলেন। প্রমাণস্বরুপ নায়িকা মুনমুনের সঙ্গে জায়েদের ভোটের দিনের একটি ভিডিও প্রজেক্টরের মাধ্যমে চালিয়ে দেখান।
নায়িকা দাবি করেন, মুনমুনকে টাকা দিচ্ছিলেন জায়েদ খান। এর পরদিনই জায়েদ ও মুনমুন এফডিসিতে সংবাদ সম্মেলন ডাকেন। সেখানে তারা নিপুণের অভিযোগ অস্বীকার করেন। এছাড়া জায়েদ খান জানান, তার বিরুদ্ধে যারা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে, তাদের নামে তিনি মামলা করবেন। প্রধান আসামি করবেন নিপুণকে। এই কথা ইতোমধ্যে কানে গেছে নিপুণের।
পাল্টা জবাব দিয়ে নিপুণ গণমাধ্যমকে জানিয়েছেন, ‘জায়েদ যদি একটা মামলা করে, তাহলে আমি ওর নামে ১০০ মামলা করবো। আমার কাছে অনেক তথ্যপ্রমাণ আছে। যদিও আমি সেসব নিয়ে মামলা করতে চাইনি। কিন্তু জায়েদ যদি স্টেপ নেয়, আমিও বসে থাকবো না।’
শুক্রবার (২৮ জানুয়ারি) এফডিসিতে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। সেখানে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের কাছে ১৩ ভোটের ব্যবধানে হেরে যান নিপুণ। এই হারকে মানতে পারেননি নায়িকা। তিনি পরদিন দুপুরে আপিল বোর্ডে লিখিত আবেদন করেন পুনরায় ভোট গণনার জন্য। এদিন সন্ধ্যায় তার আপিল পর্যালোচনা ও পুনরায় ভোট গণনার পর জানানো হয়, ফলাফল সঠিক আছে, জায়েদ খানই জিতেছেন।
কিন্তু তাতেও জায়েদের জয় নিয়ে সন্দেহ যায়নি নিপুণের। সোমবার বিকালে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকে জায়েদের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ করেন তিনি, যে অভিযোগ তিনি ভোটের দিন থেকেই করে আসছেন। এরপর তিনি জায়েদ ও মুনমুনের সেই ভিডিওটি প্রজেক্টরের মাধ্যমে চালিয়ে দেখান। পাশাপাশি সামাজিক মাধ্যমে জায়েদ খানের সঙ্গে কোনো এক ব্যক্তির কথোপকথনের স্ক্রিনশটও প্রকাশ করেন।
ওই স্ক্রিনশটে দেখা যায়, জায়েদ খান এক ব্যক্তিকে বলছেন, ‘ভাইয়া পেমেন্ট ক্লিয়ার, নো টেনশন।’ ওই ব্যক্তি বলছেন, ‘বেশ। তাদের সবাইকে বিএফডিসির গেট থেকে একটু দূরে অবস্থান করতে বলে দিয়েছি আমি। তুমি সাহস নিয়ে কাজ চালিয়ে যাও।’ এরপর জায়েদ খান বলছেন, ‘ভাইয়া, হারুন ভাই বলল রিয়াজকে সরাতে হবে।’ এরকম আরো অনেক কথোপকথন।
এই স্ক্রিনশটের ব্যাপারে জায়েদ খান সংবাদ সম্মেলনে বলেন, ‘আমার বিরুদ্ধে এসব অভিযোগ সম্পূর্ণ বানোয়াট। স্ক্রিনশটগুলো সুপার এডিট করে বানানো হয়েছে।’ এর পেছনে তিনি যুক্তি দেন, ‘যার সঙ্গে কথা বলছি তার নাম আর ছবি তো থাকবে, সেগুলো কই? অভিনেতা জানান, ইতোমধ্যে তিনি এ ব্যাপারে সাইবার ক্রাইমে অভিযোগ দিয়েছেন। খুব শিগগির মামলাও করবেন।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে কাঞ্চন-নিপুণ প্যানেলের একাধিক সদস্য জানিয়েছেন, ফাঁস হওয়া স্ক্রিনশটে যে কথোপকথন আছে, সেগুলো জায়েদ খান বলেছেন একটি সংস্থার ঊর্ধ্বতন এক কর্মকর্তার সঙ্গে। সেগুলো পুলিশের মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়েছে।
সোমবার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে একই কথা নিপুণও জানান। বলেন, জায়েদ খানের কথোপকথনের এ রকম ৫০টির মতো স্ক্রিনশট তার কাছে আছে। সময়মতো সেসব সামনে আনা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।