বিনোদন ডেস্ক : উত্তর আমেরিকার ১০০টি হলে মুক্তি পাবে জনপ্রিয় পরিচালক গিয়াসউদ্দিন সেলিমের ‘পাপ পুণ্য’। ছবিটি বিদেশে পরিবেশনার দায়িত্বে রয়েছে স্বপ্ন স্কেয়ারক্রো। ছবিটি একসঙ্গে ১০০টি সিনেমা হলে মুক্তির বিষয়টি এক ই-মেইল বার্তায় জানিয়েছে স্বপ্ন স্কেয়ারক্রো।
মেইল বার্তায় জানানো হয়, ঈদের পর সম্ভাব্য ২০ মে উত্তর আমেরিকার ১০০ এর বেশী মাল্টিপ্লেক্সে ‘পাপ পুণ্য’ মুক্তি পাবে। এর আগের রেকর্ডটি ছিল ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমার, ১৬টি আন্তর্জাতিক থিয়েটারে একসঙ্গে মুক্তি পাবার। প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, “এটাই সেই স্বপ্ন যা এতদিন অবিশ্বাস্য ছিল, অবশেষে বাস্তব হচ্ছে। আমাদের পরিবেশনায় ১৬ নম্বর সিনেমাতেই আমরা একযোগে ১০০ থিয়েটারে বাংলাদেশের সিনেমা মুক্তি দেয়ার মাইলফলক স্পর্শ করছি। এ বছরের শুরুতে আমরা ঘোষণা দিয়ে রেখেছিলাম, ২০২২ এ আমাদের মুক্তি দেয়া প্রতিটি সিনেমা ১০০ এর বেশি উত্তর আমেরিকান সিনেমা হলে একসাথে মুক্তি পাবে। অবশেষে ‘পাপ পুণ্য’ মুক্তির মাধ্যমে এটি শুরু হচ্ছে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সিনেমা একটি অত্যন্ত শক্ত পদক্ষেপ ফেলল। এখন থেকে উত্তর আমেরিকায় বসবাস করা মোটামুটি প্রায় সব বাংলাদেশি সিনেমার দর্শক তাদের পাশের কোন একটি এএমসি, রিগ্যাল, সিনেমার্ক বা সিনেপ্লেক্স থিয়েটারে গিয়ে সিনেমাটি উপভোগ করতে পারবেন। এটা শুধু আমাদের জন্য নয় উত্তর আমেরিকার বাংলাদেশি তথা সকল বাংলাদেশিদের জন্য দারুণ গৌরবের বিষয়।“
‘মনপুরা’-র পর আবার গিয়াসউদ্দিন সেলিমের সঙ্গে কাজ করছেন চঞ্চল চৌধুরী। ‘পাপ পুণ্য’ চঞ্চল ছাড়া আরও রয়েছেন সিয়াম আহমেদ, আফসানা মিমি, নবাগত শাহনাজ সুমিসহ একঝাক তারকা।
নির্মাতা সেলিম এর ‘ভালোবাসা’ নামক ট্রিলজির শেষ সিনেমা এটি। ছবির কনসেপ্ট পোস্টার ও ক্যারেক্টার পোস্টারগুলো ইতোমধ্যেই দারুণ প্রশংসিত হয়েছে। দ্রুতই টিজার ও গান প্রকাশ পাবে বলে জানা গেছে।
এদিকে স্বপ্ন স্কেয়ারক্রো আরও জানায়, সব ঠিক থাকলে ২০ মে ‘পাপ পুণ্য’ কানাডার ৫টি প্রভিন্সের ৭টি শহরের সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট থিয়েটারেও দেখা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।