১০০ কোটি গ্রহে একবার প্রাযুক্তিক সভ্যতার বিকাশ ঘটেছে!

সৌরজগতের বিশৃঙ্খলা

গবেষকরা বলেছেন, ৪০ হাজার কোটি নক্ষত্রের এক-তৃতীয়াংশে (fp = ১/৩) গ্রহমণ্ডল রয়েছে। তাহলে মিল্কিওয়েতে ১৩ হাজার কোটিসংখ্যক গ্রহমণ্ডল রয়েছে। সৌরজগতের আদলে ধরে নিই, প্রতিটিতে ১০টি গ্রহ আছে। তাহলে মিল্কিওয়ে গ্যালাক্সিতে ১ লাখ ৩০ হাজার কোটি গ্রহ রয়েছে। জীবনের মহাজাগতিক নাটকের জন্য এ এক বিশাল ক্ষেত্র।

সৌরজগতের বিশৃঙ্খলা

সৌরজগতে কয়েক ধরনের গ্রহ-উপগ্রহ আছে, যেগুলো হতে পারে কতগুলো শ্রেণির প্রাণীর জন্য অনুকূল। একটা নিশ্চিতভাবে পৃথিবী এবং ইদানীং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও সাক্ষ্যপ্রমাণ থেকে প্রায় নিশ্চিতভাবে বলা যায়, মঙ্গলে একসময় প্রাণের পরিবেশ ছিল। যদিও এখন পর্যন্ত সেখানে সরাসরি কোনো জীবাশ্ম–সাক্ষ্য পাওয়া যায়নি। টাইটানে জৈব মেঘ, বৃহস্পতির আবহমণ্ডলের পরিবেশ ও এর উপগ্রহ ইউরোপার কথাও বলা যায় তার পানির অস্তিত্বের কারণে।

যদি একবার জীবনের উদ্ভব ঘটে তাহলে তা প্রাণপণে পরিবেশের সঙ্গে টিকে থাকার চেষ্টা করে। উত্তপ্ত সালফিউরিক অ্যাসিডের মধ্যে ব্যাকটেরিয়া অর্থাৎ প্রাণ জীবিত থাকে। এতগুলো গ্রহে প্রাণ থাকার সম্ভাবনার পরও আমরা যদি প্রতিটি গ্রহমণ্ডলে দুটি করে (fp = 2) অনুকূল পরিবেশসহ গ্রহ আছে ধরে নিই, তাহলে আমাদের গ্যালাক্সিতে প্রায় ৩০ হাজার কোটি গ্রহে প্রাণের উদ্ভব সম্ভব।

বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানা যায়, কোন সাধারণ মহাজাগতিক পরিবেশে প্রাণের আণবিক কাঠামোগুলো সহজে তৈরি হয়। এ কথা আমরা আগেও বলেছি। এরপরও বলা যেতে পারে, অনুকূল পরিবেশে প্রতি তিনটার ((fl = 1/3)) একটায় একবারের জন্য প্রাণের উদ্ভব ঘটে। যেমন মঙ্গলে ঘটেছিল। কিন্তু টিকে থাকেনি। তাহলে ১০ হাজার কোটি গ্রহে একবারের জন্য প্রাণের উদ্ভব হয়েছিল।

আমাদের বর্তমান বুদ্ধিমত্তা ও প্রযুক্তিবিদ্যা অর্জনের জন্য জীববিবর্তন ও মানবেতিহাসে স্বতন্ত্রভাবে অনেক অপ্রত্যাশিত ধারাবাহিক ঘটনার উদ্ভব হয়েছিল। নির্দিষ্ট সামর্থ্যের উন্নত সভ্যতা তৈরি হতে গেলে প্রতিটির ভিন্ন ভিন্ন বিবর্তনের ধারা থাকবে। কেউ কেউ মনে করেন, আর্থোপডা টাইপের ট্রাইলোবাইটের উত্পত্তি হতে গার্হস্থ্য জীবনে আগুনের ব্যবহার পর্যন্ত বিকাশটি হওয়ার জন্য বিভিন্ন গ্রহে অনুরূপ যে ঘটনাগুলো ঘটার দরকার, তা খুব সহজে ঘটে যাবে। আবার অনেকে ভাবেন, এমনকি ১ হাজার কোটি বছরেও প্রযুক্তিসম্পন্ন সভ্যতার বিকাশ ঘটা প্রায় অসম্ভব।

বিভিন্ন প্রকার বৈজ্ঞানিক মতামতের মাঝামাঝি অবস্থান নিলে বলা যায়, ১০০ প্রাণের উদ্ভবের সম্ভাবনাময় গ্রহের মাত্র একটিতে (fifc = ১/১০০) প্রাযুক্তিক সভ্যতার বিকাশ ঘটতে পারে। এই হিসাবে বলা যায়, ১০০ কোটি গ্রহে অন্তত একবার প্রাযুক্তিক সভ্যতার বিকাশ ঘটেছে।

fl = কোনো গ্রহে প্রাযুক্তিক সভ্যতার বয়স এবং গ্রহের বয়সের অনুপাত। এই হিসাবে গ্যালাক্সিতে বর্তমানে ১০০ কোটি গ্রহে প্রযুক্তিসম্পন্ন সভ্যতা আছে বলার চেয়ে উপরিউক্ত কথা ভিন্ন। উন্নত প্রযুক্তি করায়ত্ত করার পথে ওই সভ্যতায় নানা রকম সমস্যা হতে পারে। যেমন আমাদের সভ্যতায় ঘটছে।