১০০ কোটি বার ডাউনলোড হয়েছে পোকেমন গো

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ঝড়ের গতিতে জনপ্রিয়তা পাওয়া পোকেমন গো ১০০ কোটি ডাউনলোডের মাইলফলক ছুঁয়েছে। পোকেমন গোয়ের ডেভেলপার কোম্পানি নিয়ানটিক এক ভিডিওতে বিষয়টি নিশ্চিত করেছে।

তবে ১০০ কোটি ডাউনলোড মানে যে সবাই প্রথমবারের মতো গেইমটি ডাউনলোড করেছেন তা নয়। গেইমটি অনেকবার রি-ডাউনলোডও হয়েছে।

২০১৮ সালের মে মাসের হিসেব অনুযায়ী গেইমটির প্লেয়ার সংখ্যা ১৪৭ মিলিয়ন (১৪ কোটি ৭০ লাখ)। তবে বর্তমানে গেইমটির সক্রিয় প্লেয়ারের সংখ্যা কতো তা জানা যায়নি।

গেইমটি মুক্তি পায় ২০১৬ সালের জুলাই মাসে। এরপর দ্রুত গতিতে জনপ্রিয়তা বাড়তে থাকে গেইমটির। মুক্তি পাওয়ার মাত্র দুই মাসের মধ্যেই গেইমটি ডাউনলোড করা হয় ৫০ কোটি বার।

লোকেশন নির্ভর গেইমটিতে ১৫১টি চরিত্র রয়েছে। এর মধ্যে কিছু চরিত্র নির্দিষ্ট এলাকার জন্য সীমাবদ্ধ। দেশ বা শহর পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন কিছু পোকেমন খুঁজে পাওয়া যায়। হেঁটে হেঁটে খেলতে হয় বলে গেইমটি প্লেয়ারদেরকে শারীরিকভাবে সক্রিয় থাকতে সাহায্য করে।

যে জায়গায় দাঁড়িয়ে প্লেয়াররা গেইমটি খেলেন, গুগল ম্যাপের সাহায্যে সেখানের চারপাশের পরিবেশকে ভার্চুয়াল রিয়েলিটি হিসেবে ফোনের স্ক্রিনে তুলে আনা হয়। গেইমটি খেলতে তাই স্মার্টফোনের ইন্টারনেট সংযোগ, জিপিএস সিস্টেম ও ক্যামেরা চালু রাখতে হয়।