জুমবাংলা ডেস্ক: সয়াবিন তেলের দাম কমালো ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সংস্থাটি প্রতি লিটারে দাম কমিয়েছে ১০ টাকা। এর ফলে টিসিবি থেকে এক লিটার সয়াবিন তেল ১০০ টাকায় কেনা যাবে।
আজ (১২ জুন) সরকারি সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, চলতি মাসে ১ কোটি উপকারভোগী কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি। মঙ্গলবার (১৩ জুন) থেকে তা সারাদেশে কিনতে পারবেন তারা।
বরাবরের মতো সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করবে টিসিবি। এবার তাদের কাছ থেকে লিটারে সয়াবিন তেল ১০০ টাকায় কিনতে পারবেনে হতদরিদ্র মানুষ। আগে যা ছিল ১১০ টাকা। তবে কেজিতে মসুর ডাল ৭০ টাকা এবং কেজিপ্রতি চিনি ৭০ টাকায় থাকছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিলারদের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং তাদের নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী এ বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে।
একজন ভোক্তা সর্বোচ্চ ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল এবং ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।
এর আগে রবিবার (১১ জুন) বাজারে সয়াবিন তেলের দাম কমায় সরকার। প্রতি কেজির দর ১০ টাকা কমানোর ঘোষণা দেয় তারা। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর খোলা সয়াবিনের দাম হবে ১৬৭ টাকা। ২ টাকা কমে পাম অয়েলের নতুন দাম হবে ১৩৩ টাকা এবং পাম অয়েল সুপার হচ্ছে ১৬৫ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।