স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারণে এ বছর অস্ট্রেলিয়ায় ভারত সফর বাতিল হয়ে গেলে ১০০ মিলিয়ন ডলার লোকসানের সম্মুখীন হতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ)।
মঙ্গলবার (২১ এপ্রিল) এ সতর্ক উচ্চারন করেছেন সিএ প্রধান নির্বাহী কেভিন রবার্টস। তিনি জানান, ভারতের বিপক্ষে নির্ধারিত চার টেস্ট সিরিজটি পাঁচ ম্যাচ করার বিবেচনা করছিল অস্ট্রেলিয়া। অর্থাৎ নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের বদলে ভারতের বিপক্ষে একটি ম্যাচ বেশি খেলার চিন্তা-ভাবনায় ছিল।
ভারত বিশ্বের এক নম্বর টেস্ট দল, প্রচুর দর্শক সমাগম ঘটে। তাদের সফর স্বাগতিক বোর্ডের আয়ের গুরুত্বপূর্ণ উৎস। আগামী অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া।
করোনাভাইরাসের কারণে সেটিও এখন হুমকির মুখে। তবে আইসিসি বিকল্প পথ খুঁজে বের করার চেষ্টা করছে। রবার্টস বলেন, করোনাভাইরাসের প্রার্দুভাব শুরুর পর থেকে ক্রিকেট অস্ট্রেলিয়ার ইতোমধ্যে ১২.৬ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। ভারত সফর বাতিল হয়ে গেলে এ ক্ষতির পরিমাণ আরও বাড়বে।
এক ভিডিও কনফারেন্সে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে রবার্টস বলেন, যদি আপনি আন্তর্জাতিক মৌসুমের সম্ভাবনার চিন্তা করেন, এটি ক্ষতিগ্রস্থ হচ্ছে। তবে আমাদের হাতে ১শ মিলিয়ন ডলারের ইস্যু রয়েছে। তাই সক্রিয়ভাবে পরিকল্পনা করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী মৌসুমে আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা জানিনা তবে প্রকৃতির সাথে তাল মিলিয়ে অবশ্যই পরিবর্তন আনতে হবে। পরিস্থিতির কাছাকাছি না যাওয়া পর্যন্ত আমরা কোনো সম্ভাবনাকেই বাতিল করব না।
অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের বেতন হ্রাস নিয়ে একটা গ্রহণযোগ্য সমাধান জরুরি হয়ে পড়েছে। ইতোমধ্যে বেতন হ্রাস করে ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড তাদের বেশিরভাগ প্রশাসনিক কর্মকর্তাদের বাড়িতে পাঠিয়েছে।
এ প্রসঙ্গে রবার্টস বলেন, আমরা খেলোয়াড়দের বর্তমান অর্থ প্রদানের মডেলকে সম্মান করি এবং আমরা এটা অব্যাহত রাখতে চাই। তবে এটি চালিয়ে যাওয়ার জন্য সমাজের অন্যান্য সংস্থার মতো সমাধান প্রয়োজন।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.