বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার নতুন স্মার্টফোন নিয়ে এলো শাওমি। ইতোমধ্যেই চীনের বাজারে এই ফোন উন্মুক্ত করা হয়েছে। এমআই মিক্স আলফা নামের এই স্মার্টফোনটিতে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ছাড়াও থাকছে ২০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা ও ১২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্যামসাং আইএসওসেল ব্রাইট এইচ এম এক্স সেন্সর। যেটির মাধ্যমে তোলা ছবির রেজুলেশন হবে ১২০৩২ x ৯০২৪ পিক্সেলস। আর একটি পিক্সেলের সাইজ হবে ০.৮ মাইক্রন।
এছাড়া এমআই মিক্স আলফা স্মার্টফোনটি ফাইভ জি ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে।
এটিতে থাকছে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস প্রসেসর, ফাইভজি, ১২ জিবি র্যাম, ৫১২ জিবি। দীর্ঘক্ষণ চার্জ থাকার জন্য রয়েছে ৪০০০ এমএএইচ ব্যাটারি। খুব দ্রুত রিচার্জ হওয়ার জন্য আছে ৪০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা।
চীনের বাজারে এমআই মিক্স আলফা স্মার্টফোনের দাম ধরা হয়েছে ১৯,৯৯৯ ইউয়ান। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় দুই লক্ষ ৩৭ হাজার টাকারও বেশি।
তবে ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।