আন্তর্জাতিক ডেস্ক : ১০ কিলোমিটার উপর থেকে লাফিয়ে পড়ে বিশ্বরেকর্ড গড়েছেন রাশিয়ান প্যারাট্রুপাররা। ইতিহাসে এই উচ্চতা থেকে লাফিয়ে পড়ার রেকর্ড এটাই প্রথমবার। দেশটির গ্রেট প্যাট্রিওটিসি ওয়ার এবং রাশিয়ার এয়ারবোর্ন ফোর্সেসের ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উত্সর্গ করা হয়েছে।
আর্কটিক মহাসাগরের রাশিয়ান দ্বীপপুঞ্জ ফ্রাঞ্জ জোসেফ ল্যান্ডে এই প্যারাট্রুপার এয়ারড্রোপ অপারেশনটি হয়। এর ফুটেজ পোস্ট করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা রেকর্ড ১০ হাজার মিটার বা ১০ কিলোমিটার উপর থেকে লাফিয়ে পড়ে। মানবজাতির ইতিহাসে এই পরিমাণ উচ্চতা থেকে কেউ এখনো লাফ দেওয়ার সাহস করেনি।
ভিডিতে দেখা যায়, পুরোপুরি সজ্জিত বিমানবাহিনীর প্যারাট্রুপাররা বিমান থেকে মেঘের ওপর লাফিয়ে পড়ছেন। লাফিয়ে পড়ার আগে কেউ আবার উচ্ছ্বাস প্রকাশ করেন। ক্যামেরায় তারপর দেখা যায়, রাশিয়ার আর্কটিক অঞ্চলে তাদের সফল অবতরণ। দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রীর মতে, প্যারাট্রুপার এয়ারড্রোপ অপারেশনটি ছিল, আর্কটিক অঞ্চলে টিকে থাকার জন্য এক ধরনের পরীক্ষা।
ভিডিওটি দেখতে ক্লিক করুন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



