Advertisement
জুমবাংলা ডেস্ক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ কেজি সোনা সহ ইউএস বাংলা এয়ারলাইন্সের এক কেবিন ক্রুকে আটক করছে বিমানবন্দর আর্মড পুলিশ। বৃহস্পতিবার সকালে মৌসুমী নামের কেবিন ক্রুকে আটকের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্সঅ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।
সকাল ১১ টার দিকে মাস্কাট থেকে ইউএস বাংলার একটি ফ্লাইট ঢাকায় আসে। সেই ফ্লাইটের ক্রুরা গ্রীণ চ্যানলে পার হয়ে বের হয়ে আসেন। গোপান সংবাদের ভিত্তিতে বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা কেবিন ক্রু মৌসুমীকে চ্যালেঞ্জ করেন। তাকে কাস্টম জোনে এনে তল্লাশী করা হলে ১০ কেজি সোনা পাওয়া যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।