নীলফামারী প্রতিনিধি: খাদ্যবান্ধব কর্মসূচিতে ১০ টাকা কেজি দরের চালে বেশি দাম নেওয়ায় নীলফামারীতে হাবিবুর রহমান নামে এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার দুপুরে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দুহুলী বাজারে সত্যতা পেয়ে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন।
এ সময় সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। অর্থদণ্ডিত হাবিবুর রহমান একই এলাকার আতাউর রহমানের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন জানান, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজিতে ৩০ টাকার চাল ৩’শ টাকা নেয়ার কথা সুবিধাভোগীদের কাছ থেকে কিন্তু ডিলার তিন’শ টাকার পরিবর্তে ৩১০ টাকা করে নিচ্ছিলেন এমন অভিযোগে প্রেক্ষিতে সেখানে গিয়ে এর সত্যতা পাওয়া যায়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই ডিলারের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।