নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: সরকারি ১০ টাকা কেজির চাল বিক্রির সময় ওজনে কম দেয়ায় অপরাধে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা এবং তার ডিলারশিপ বাতিল করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ এপ্রিল) গাজীপুরের কাপাসিয়া উপজেলার ত্রিমোহনীতে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ইসমত আরা ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট (মিডিয়া সেল) মো. ওয়াসিউজ্জামান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত মো. জুয়েল কাপাসিয়া উপজেলার করিহাতা ইউনিয়নের ত্রিমোহনী বাজার এলাকার ওই খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিক্রির কথা থাকলেও ডিলার জুয়েল ওজনে কারচুপি করে ২৫ কেজি করে চাল দিয়ে ৩০ কেজির দাম আদায় করছিলেন।
গোপন সংবাদে জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরার নেতৃত্বে সেখান ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। হাতেনাতে প্রমাণ পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই ডিলারকে ১ লাখ টাকা জরিমানা এবং তার ডিলারশিপ বাতিল করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।