বিনোদন ডেস্ক: বিরল এক রেকর্ডের মালিক দেশসেরা নায়ক শাকিব খান এবং তার প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। জুটি বেঁধে তারা প্রায় ৮০টি ছবিতে অভিনয় করেছেন। যার বেশিরভাগই ব্যবসাসফল। এই ঘটনা সারা বিশ্বের ফিল্ম দুনিয়াতেই বিরল। আর এতগুলো ছবিতে একসঙ্গে কাজ করার সুবাদেই সম্পর্কে জড়িয়েছিলেন শাকিব-অপু। বিয়ে করে সংসারও করেছেন টানা ১০ বছর।
কিন্তু অবাক করার বিষয় হলো, এ কথা ঘুণাক্ষরেও কেউ জানতে পারেনি। সেই খবর অপু বিশ্বাসই প্রকাশ করেন ২০১৭ সালের এপ্রিলে ছেলে আব্রাহাম খান জয়কে কোলে নিয়ে একটি টিভি চ্যানেলে হাজির হয়ে। এরপর অন্য একটি সাক্ষাৎকারে নায়িকা জানান, শাকিব খান নাকি তার সামনেই ফোনে অন্য নায়িকাদের প্রেমের প্রস্তাব দিতেন, তাদের প্রশংসা করতেন।
যদিও শাকিব এমনটা মজা করেই করতেন বলে জানান অপু বিশ্বাস। একটি ঘটনার প্রেক্ষিতে ওই কথাগুলো বলেছিলেন নায়িকা। সে সময় ঢালিউডজুড়ে শাকিব খানের সঙ্গে তার তৎকালীন নতুন নায়িকা এবং আরেক প্রাক্তন স্ত্রী শবনম বুবলীর প্রেমের গুঞ্জন। এ নিয়ে সংবাদমাধ্যমের এক প্রশ্নের জবাবেই কথাগুলো বলেছিলেন অপু বিশ্বাস।
তৎকালীন স্বামী শাকিব খানের সঙ্গে বুবলীর প্রেমের গুঞ্জনকে ‘পাগলামি’ উল্লেখ করে অপু বিশ্বাস সে সময় বলেছিলেন, ‘শাকিব আমার সামনেই বহু নায়িকাকে ফোন করে প্রেমের গল্প করতো। কথা বলতো, তাদের চোখের প্রশংসা করতো। আমি সবটাই জানতাম। আসলে সে আমাকে জানিয়েই করতো। বুবলীর সঙ্গেও হয়তো মজা করেছে। কিন্তু ও সত্যি ভেবেছে।’
কিন্তু অপু বিশ্বাসের এই ধারণা কিছুদিন পরই ভুল প্রমাণিত হয়। তিনি বুঝতে পারেন, শাকিব-বুবলীর প্রেম মোটেই ‘পাগলামি’ নয়। গুঞ্জন আছে, বুবলীর মায়াজালে পড়েই ২০১৭ সালের নভেম্বরে অপু বিশ্বাসকে তালাকনামা পাঠিয়েছিলেন শাকিব। দেশের আইন অনুযায়ী, পরবর্তী ৯০ দিনে কোনো সমাধান না হওয়ায় ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তালাক কার্যকর হয়ে যায়।
ওই বছরই বুবলীকে বিয়ে করেন শাকিব খান। তখন অপু বিশ্বাস আরও ভালোভাবে বুঝতে পারেন যে, শাকিব-বুবলীর প্রেম ‘পাগলামি’ নয় বরং ‘খুবই সিরিয়াস’ ছিল।
যদিও প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও সংসার করতে পারেননি শাকিব খান। অভিনেতা ইতোমধ্যে একাধিক সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন, তার এবং বুবলীর সম্পর্ক এখন অতীত। তাদের মধ্যে আর কোনো সম্পর্কই নেই। এমনকি বুবলীর সঙ্গে আর কখনো কোনো সিনেমায়ও জুটি বাঁধবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।