Advertisement
জুমবাংলা ডেস্ক: গাজীপুর জেলার কালিয়াকৈর পৌরসভার নির্বাচন দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সীমানা নির্ধারণসহ নানা জটিলতার কারণে ১০ বছর এই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
শ্রীফলতলী ইউনিয়নের সীমানা নির্ধারণ নিয়ে জটিলতার কারণে দীর্ঘদিন নির্বাচন বন্ধ ছিলো।
নির্বাচন কমিশন গতকাল কালিয়াকৈর পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। তফসিল ঘোষণার পর থেকেই পৌরসভায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।
তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিন ২ নভেম্বর, যাচাই-বাছাই ৪ নভেম্বর, প্রত্যাহার করার শেষ দিন ১১ নভেম্বর। কালিয়াকৈর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সামছুজ্জামান জানান, তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।