ব্যর্থতা যেন পিছু ছাড়ছে না রোহিত শর্মার। ঘরোয়া ক্রিকেটে ১০ বছর পর খেলতে নেমেও ব্যাটে রান খরা। দীর্ঘ দিন পর রঞ্জি ট্রফিতে রানের খোঁজে ফিরলেও ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা। জম্মু ও কাশ্মিরের বিপক্ষে মুম্বাইয়ের হয়ে মাত্র ১৯ বল স্থায়ী হয়েছে তার ইনিংস।
ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক সম্প্রতি বাজে ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন। রঞ্জিতে ফেরায় আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন তিনি। মুম্বাইয়ের শরদ পাওয়ার ক্রিকেট একাডেমিতে দর্শক জমেছিল। কিন্তু প্রিয় তারকা দ্রুত ফিরতেই দর্শকরাও আগ্রহ হারিয়ে ফেলেন। ফিরতে থাকেন তারা।
জাতীয় দলের সতীর্থ যশ্বসী জয়সওয়ালের সঙ্গে এদিন ওপেনিংয়ে নেমেছিলেন রোহিত। তাদের জন্য অভিষেক মৌসুমে ফর্মে থাকা আইয়ুশ মাত্রেকেও বাদ পড়তে হয়েছে। কিন্তু লাভ হয়নি তাতে। রোহিত মাত্র ৩ রানে ফিরেছেন। জয়সওয়ালও আস্থার প্রতিদান দিতে পারেননি। ৮ বল খেলে ফিরেছেন মাত্র ৪ রানে।
রোহিতের ব্যর্থতা মানে লাল বলের ক্রিকেটে তার রান খরা অব্যাহত। বাংলাদেশ ও নিউজিল্যান্ড টেস্ট মিলিয়ে ঘরের মাঠে ৫ টেস্টে তার হাফসেঞ্চুরি ছিল মাত্র একটি। আর সেটা ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। দশ ইনিংসে তার সিঙ্গেল ডিজিট স্কোর ছিল ৪টি! অস্ট্রেলিয়াতেও হাসেনি ব্যাট। পাঁচ ইনিংসে সেখানে ডাবল ডিজিটে স্কোর ছিল মাত্র একটি। তাই ২০২৪-২৫ মৌসুমে তার গড় ছিল পড়তির দিকে ১০.৯৩।
শুধু কি তাই? প্রথম শ্রেণিতে ১৬ ইনিংসে রোহিতের ১০.৪৩ ব্যাটিং গড় ২০০৬ সালের পর কোনও ব্যাটারের দ্বিতীয় সর্বনিম্ন! ২০১৮ মৌসুমে ইংল্যান্ডের হাসিব হামিদের গড় ছিল আরও কম। ১৮ ইনিংসে ৯.৪৪।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।