আন্তর্জাতিক ডেস্ক : উড়ন্ত লিফট, যাতায়াতের উপায় হিসাবে সাঁতার এবং জিরো-কার্বন অঞ্চলসহ বিভিন্ন নজিরবিহীন সুবিধাসম্বলিত সৌদি আরবের বিশালাকার বিলাসবহুল স্থাপত্যের নিদর্শন নিওম শহর সম্পর্কে আমরা যা জানি, তা রূপকথার মতো শোনায়। ভবিষ্যৎ শহরটির পর্যটন এবং প্রযুক্তির মতো ক্রমবর্ধমান শিল্পে নেতৃত্ব দেওয়ার জন্য বিশ্বসেরা নির্বাহীদের বার্ষিক ১০ লাখ মার্কিন ডলারেরও বেশি বেতন ডাকছে সৌদি আরব, বোনাস এবং অন্যান্য প্রণোদনাসহ আরো কয়েক লাখ ডলার বেশি হতে পারে। এমনটাই বলছে ওয়াল স্ট্রিট জার্নালে অভ্যন্তরীণ নিওম নথির ভিত্তিতে মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে।
বিশ্বের বৃহত্তম তেল রফতানিকারক সৌদি আরবের অর্থনীতিতে বৈচিত্র্য আনতে এমবিএস-এর প্রচেষ্টাগুলোর মধ্যে নিওম সর্বশেষ। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি নারীদের দমনমূলক নিয়মগুলো সংশোধন এবং সমাজে তাদের বৃহত্তর স্বাধীনতা দেওয়ার প্রয়াসে তাদের স্বাধীনভাবে ভ্রমণ এবং গাড়ি চালানোর ক্ষমতাকে সহজ করেছে। দেশটি শূন্য আয়করের মাধ্যমে বিশ^সেরা নতুন প্রতিভাদের আকৃষ্ট করার আশা করছে, যার অর্থ তারা তাদের ১০ লাখেরও অধিক মার্কিন ডলার বেতনের সম্পূর্ণটাই রাখতে সক্ষম হবেন। প্রকল্পটি বলেছে যে, এটি ইতোমধ্যেই পানি, পরিবেশ এবং আরো অনেকগুলো বিভাগে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকজন বিশেষজ্ঞ নিয়োগ করেছে।
নিওম, যা সম্পন্ন হওয়ার পর বেলজিয়ামের মতো বড় হবে বলে প্রত্যাশিত হচ্ছে, তাতে সামুদ্রিক জীববিজ্ঞানী, ড্রেনেজ ইঞ্জিনিয়ার এবং আরো অনেক প্রকল্পের নেতৃত্বের জন্য বিস্তৃত চাকরির সুযোগ রয়েছে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) ২০১৭ সালে ৫০ হাজার কোটি মার্কিন ডলারের বাজেটের সাথে নিওম প্রকল্প ঘোষণা করেছিলেন। রয়টার্স জানিয়েছে, প্রকল্পের প্রথম পর্যায়ের ব্যয় হবে ৩১ হাজার ৯ শ’ কোটি মার্কিন ডলার। সূত্র : ফরচুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।