আন্তজাতিক ডেস্ক : সৌদি আরবে ১০ লাখ নতুন চাকরির সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে দেশটি। মূলত ভবিষ্যতয়ে পর্যটকদের সেবা দেয়ার উদ্দেশ্যেই এত বিশাল নতুন কর্মসংস্থান তৈরি হবে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি সৌদি সরকারের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অথনৈতিক সংস্কারের আওতায় পর্যটন খাতকে প্রসারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ২০১৭ সালে দেশটি পর্যটন খাতে ব্যাপক সংস্কারের ঘোষণা দিয়েছিলেন তিনি। তারপর দেশটির ৫০টি দ্বীপ ও সমুদ্র তীরে অনেক বিলাসবহুল রিসোর্ট তৈরি করা হয়।
২০৩০ সালের মধ্যে ১০০ মিলিয়ন আন্তর্জাতিক ও দেশীয় পর্যটক সৌদিতে ভ্রমণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশটির কর্তৃপক্ষ। এই বিপুল পর্যটকদের সেবার জন্য ১০ লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে।
এর আগে শুক্রবার প্রথমবারের মতো পর্যটকদের ভিসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তবে নারী পর্যটকদের জন্য বোরখা বাধ্যতামূলক না হলেও অবশ্যই ‘মার্জিত পোশাক’ পরার অনুরোধ করেছে দেশটি।
শনিবার থেকে বিশে^র ৪৯টি দেশের নাগরিকদের জন্য অনলাইন ভ্রমণ আবেদন শুরু হবে। সাত মিনিটের মধ্যেই টুরিস্ট ভিসা পাওয়া যাবে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম সৌদি গ্যাজেট।
দেশটির পর্যটন খাত প্রধান আহমেদ আল খতিব বলেন,‘আন্তর্জাতিক পর্যটকদের জন্য সৌদি আরবকে উন্মুক্ত করা আমাদের দেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত। পর্যটকরা আমাদের সম্পদ দেখে চমকে যাবেন। ইউনেস্কো স্বীকৃত পাঁচটি হেরিটেজ রয়েছে আমাদের।’
তবে ইসলাম ধর্মের অনুসারী ব্যাতীত অন্যান্য ধর্মাবলম্বীরা মক্কা ও মদিনায় টুরিস্ট ভিসায় ভ্রমণ করতে পারবেন না।
গত কয়েক বছরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ক্রমাগত নিম্নমুখী। ফলে সৌদি আরবের তেল থেকে আয়ও অনেক কমে গেছে। তাছাড়া, সপ্তাহ দুয়েক আগেই ড্রোন হামলার কারণে সৌদি আরবের বড় দুটি তেল স্থাপনা মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। দেশটির তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে। তাছাড়া, বিশ্বের বাজারেও তেলের দাম অনেক বেড়ে যায়। তেলের ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে আনতে বিভিন্ন নীতিতে পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে সৌদি সরকার। ফলে, পর্যটন খাত থেকে আয়ের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।