জুমবাংলা ডেস্ক : ১০ লিটার ডিজেলে এক লিটারই নেই! ফাঁকি রয়েছে পেট্রোল, অকটেনের মেশিনেও। এমনই প্রতারণা ধরা পড়ায় যশোরের একটি পেট্রোল পাম্প সিলগালা করে দেওয়া হয়েছে।
আজ বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের সহায়তায় বিএসটিআই এর হাতে ধরা পড়ে প্রতারণা ।
পহেলা সেপ্টেম্বর থেকে প্রতি লিটার ডিজেলের দাম ১ টাকা ২৫ পয়সা এবং পেট্রোল ও অকটেনের দাম ৬ টাকা কমছে। জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ও তেলের সঠিক পরিমাপ নির্ণয়ে গতকাল থেকেই যশোরে ফিলিং স্টেশন বা পেট্রোল পাম্পগুলো পরিদর্শন ও মূল্য তদারকিতে নেমেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের শিক্ষার্থীরা। সাথে ছিলেন বিএসটিআই যশোরের পরিদর্শক রাকিব ইসলাম ।
যৌথ এ তদারকি কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন যানবাহন চালক তথা ভোক্তারা। দ্বিতীয় দিনের মতো আজ যশোর শহর ও শহরতলীর বিভিন্ন পেট্রোল পাম্পে তদারকি করেছেন তারা। পাম্পগুলোতে পেট্রোল, অকটেন ও ডিজেলের নতুন দাম কার্যকর করা হয়েছে কিনা এবং তেলের পরিমাপ সঠিক আছে কিনা তা তদারকি করেছে শিক্ষার্থীরা।
ব্যবসায়ে অনৈতিকতার কারণে যশোর-মাগুরা রোডের নওয়াপাড়ায় অবস্থিত রজনীগন্ধা পাম্পের ৬টির মধ্যে ৪টি বুথ সিলগালা করে অভিযানিক দল।
শিক্ষার্থীদের পক্ষ থেকে জেসিনা মুর্শিদ প্রাপ্তি, সাহেদখান সীমান্তসহ অন্যরা এ সময় সকলকে সচেতন হওয়ার আহবান জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।