Advertisement
স্পোর্টস ডেস্ক: ডান কাফ ইনজুরির কারণে আগামী ১০ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন বার্সেলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। লা লিগা ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
এক বিবৃতিতে বার্সা জানিয়েছে পরীক্ষার পর এগুয়েরোর ইনজুরির মাত্রা নির্নয় হয়েছে। ৩৩ বছর বয়সী আগুয়েরো জুনে দুই বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় যোগদান করেন। সিটিতে ১০ বছর কাটানো এগুয়েরো ক্লাবটির হয়ে ৩৯০ ম্যাচে সর্বকালের সর্বোচ্চ ২৬০ গোল করেছেন। গত মাসে আর্জেন্টিনার জার্সি গায়ে তিনি কোপা আমেরিকা শিরোপা জয় করেছেন।
স্পেনে আসার পর আগুয়েরো বলেছিলেন, ‘আমরা সবাই জানি বার্সেলোনা বিশ্বের অন্যতম সেরা ক্লাব। আমি মনে করি এখানে আসার সিদ্ধান্তটা সঠিক ছিল। এই ক্লাবের হয়ে ক্যারিয়ারকে আরো সমৃদ্ধ করার জন্য আমি মুখিয়ে আছি।’ সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।