১০ হাজার টাকারও কম দামে বজারে যত Best Smartphone, দেখে নিন লিস্ট

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: প্রতিবেশী দেশ ভারতের বাজারে ১০,০০০ টাকা বাজেটের মধ্যে বাজারে আকর্ষণীয় ফিচার নিয়ে যেসব স্মার্টফোনগুলি রয়েছে , সেগুলির জনপ্রিয়তা এখন একদম তুঙ্গে। বাজারে এসব স্মার্টফোনের ধারের কাছেও নেই অন্য ফোনগুলো। কেননা দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে বেশিরভাগ মানুষই কম দামের মধ্যে ভালো স্পেসিফিকেশনের মোবাইলের সন্ধানে থাকেন। বিশ্ব বিখ্যাত ব্র্যান্ড Motorola, Realme যদি এত কম দামে দুর্দান্ত কোয়ালিটির স্মার্টফোন অফার করে তাহলে তো কোনো কথা নেই। আজ আমরা জুমবাংলার পাঠকদের জন্য মাত্র ১০,০০০ টাকার মধ্যে বেশ কয়েকটি ব্র্যান্ডেড স্মার্টফোনের একটি তালিকা তুলে ধরছি। এই ফোনগুলির মধ্যে অনেক মডেলেই রয়েছে হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে, 48MP ক্যামেরা এবং 6,000 mAh ব্যাটারি। আসুন দেরি না করে দেখে নেওয়া যাক ১০.০০০ টাকার মধ্যে কোন মোবাইলগুলো পাওয়া যাচ্ছে-

MICROMAX IN 2B
Micromax ব্র্যান্ডের IN 2b স্মার্টফোন হল একটি এন্ট্রি লেভেল হ্যান্ডসেট। এই মোবাইল আসছে বেশ কয়েকটি বেসিক ফিচারের সাথে। ১০,০০০ টাকা বাজেটের মধ্যে এই ডিভাইস হতে পারে একটি বেটার ভ্যালু – ফর- মানি অপশন।

স্পেসিফিকেশন-

  • Micromax IN 2b মডেল আসছে ৬.৫২ ইঞ্চির হাই ডেফিনেশন প্লাস রেজোলিউশনের ডিসপ্লের সাথে।
  • এই ফোন কাজ করবে Unisoc T610 চিপসেটে।এই হ্যান্ডসেটে স্টোরেজ হিসেবে রয়েছে 6GB RAM।
  • এই ডিভাইস আসছে 13MP ডুয়াল ক্যামেরা স্পেসিফিকেশনের সাথে।
  • ৪ ও ৬ জিবি র‌্যামের দুটি ভ্যারিয়েন্ট আছে
  • BATTERY: Li-Po 5000 mAh, non-removable

REALME NARZO 30A 
Realme Narzo 30A একটি চীনা নির্মাতার একটি বাজেট 4G স্মার্টফোন। Realme Narzo 30A স্মার্টফোন কেনা যাবে ৮,৯৯৯ টাকায়। তাই এককথায় বলা যেতে পারে যে এত কম দামের মধ্যে এই Realme হ্যান্ডসেট আপনার জন্য হতে পারে বেশ ভালো একটি পছন্দ।

স্পেসিফিকেশন-

  • Narzo 30A স্মার্টফোন আসছে 6.5 ইঞ্চির 720p এলসিডি স্ক্রিনের সাথে। এই মোবাইলের রিফ্রেশ রেট 60Hz । স্ক্রিন রেজোলিউশন রয়েছে 269 PPI । এই ফোন আসছে থিক বেজেলস ডিজাইনের সাথে।
  • Realme Narzo 30A কাজ করবে মিডিয়াটেক Helio G85 চিপসেটে। এই ফোনে স্টোরেজ হিসেবে থাকছে 3GB RAM। এই ডিভাইস কাজ করবে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমে।
  • এই ফোন আসছে ডুয়াল ব্যাক ক্যামেরা সেটআপের সাথে। প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 13MP সেন্সর। এছাড়া আসছে একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সরের সাথে। এই মোবাইলের সেকেন্ডারি ক্যামেরা ইমেজে ফিল্টার অ্যাড এবং শার্পনেস তৈরিতে সাহায্য করে। রয়েছে 8MP সেলফি ক্যামেরা।
  • Realme Narzo 30A মডেল আসছে 6,000mAh ব্যাটারি স্পেসিফিকেশনের সাথে। সিঙ্গেল চার্জে টানা দুই দিন অনায়াশে চলা যাবে। এছাড়া কানেক্টিভিটির জন্য রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 mm হেডফোন জ্যাক।
  • OS Android 10, Realme UI


MOTO E7 PLUS
Moto E7 এর একটি অত্যন্ত পরিষ্কার ও মার্জিত ডিজাইনের সমাহার।  মোটোরোলা ব্র্যান্ডের এই লেটেস্ট Moto E7 Plus স্মার্টফোন কেনা যাবে ৯,৪৯৯ টাকায়। বাজেট ফ্রেন্ডলি মোবাইলগুলির মধ্যে এই হ্যান্ডসেট একটি অন্যতম সেরা অপশন হতে পারে। এত কম দামের মধ্যে Moto E7 Plus মোবাইল হল এমন একটি ডিভাইস যা অফার করছে 48MP ক্যামেরা ফিচার।

স্পেসিফিকেশন-

  • এই মোবাইল আসছে 6.5 ইঞ্চি স্ক্রিন সাইজের ডিসপ্লের সাথে।
  •  এই Moto E7 Plus ডিভাইস কাজ করবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 চিপসেটে। স্টোরেজ স্পেসিফিকেশন হিসেবে রয়েছে 4GB RAM।
  • মোটোরোলা ব্র্যান্ডের এই হ্যান্ডসেট আসছে স্কোয়ার শেপের রিয়ার ক্যামেরা আইল্যান্ডের সাথে। এই ফোনে রয়েছে দুটি ব্যাক ক্যামেরা সেন্সর। প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে 48MP সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে আসছে 2MP ডেপথ সেন্সর। এই ফোনের পিছনের অংশে রয়েছে একটি LED লাইট সেন্সর। রয়েছে 8MP সেলফি ক্যামেরা।
  • OS Android 10

REALME C25
তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাজারে নিয়ে এসেছে টিইউভি রাইনল্যান্ডের উচ্চ মানদন্ড সার্টিফিকেশন সম্পন্ন সি ২৫ স্মার্টফোন। রিয়েলমি ইউআই ২.০ সাথে ৬.৫ ইঞ্চি বিশাল ডিসপ্লে। Realme C25 হ্যান্ডসেট কেনা যাবে ৯,৯৯৯ টাকায়। এই এন্ট্রি- লেভেল ফোন পাওয়া আসছে দুর্দান্ত ব্যাটারি স্পেসিফিকেশনের সাথে। এছাড়া এতে রয়েছে বেশ উন্নত মানের ক্যামেরা পারফরমেন্স এবং আসছে বেশ বড়ো মাপের ডিসপ্লের সাথে। রিয়েলমি সি২৫ ওয়াটার গ্রে ও ওয়াটার ব্লু এই দুইটি ভিন্ন রঙে পাওয়া যাচ্ছে।

স্পেসিফিকেশন-

  • Realme C25 মোবাইল আসছে 6.5 ইঞ্চির হাই- ডেফিনেশন প্লাস স্ক্রিনের সাথে।
  • এই ফোন কাজ করবে মিডিয়াটেক হেলিও G70 প্রসেসরে এবং স্টোরেজ হিসেবে রয়েছে 4GB RAM।
  • Realme C25 মডেল আসছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে। যেখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে 13MP ক্যামেরা।
  • ৬০০০ এমএএইচ ব্যাটারি সাথে ১৮ ওয়াটের কুইক চার্জার।
  • OS: Android 11, Realme UI 2.0

বাংলাদেশে রিয়েলমির ২০২১ সালের সেরা ফোনগুলোর দাম