আন্তর্জাতিক ডেস্ক : মৌসুমের সর্বনিম্ন ২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাঁপছে ভারতের রাজধানী নয়াদিল্লি। ১৯০১ সালের পর ডিসেম্বরে এটি দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা।
ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৬টা ১০ মিনিটে দিল্লিতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার কারণে দৃষ্টিসীমা ১৫০ মিটারের নিচে নেমে গেছে। একইসঙ্গে চলমান শৈত্যপ্রবাহ আগামী আরো দুইদিন অব্যাহত থাকতে পারে।
তবে ৩১ ডিসেম্বর থেকে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হতে পারে জানিয়ে আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, সে সময় একটি পশ্চিমা ঝড় আঘাত হানতে পারে। এসময় বৃষ্টির সঙ্গে শিলা পড়ার সম্ভাবনা রয়েছে। এতে দিল্লির বাতাসের মানের কিছুটা উন্নতি হবে।
গত প্রায় দুই সপ্তাহ ধরে দিল্লির তাপমাত্রা ক্রমাগত কমছে। মূলত ১৪ ডিসেম্বরের পর তাপমাত্রা কমার প্রবণতা শুরু হয়। এতে রেল ও আকাশপথের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক বিঘ্ন ঘটছে।
এদিকে লাদাখে মাইনাস ৩১ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এ মৌসুমে ওই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা।
সূত্র: হিন্দুস্তান টাইমস
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.