জুমবাংলা ডেস্ক : চলতি ২০২৩-২৪ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) ১৬টি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রায় ১১ মাস শেষে প্রকল্পগুলোর বাস্তবায়নের হার প্রায় ৮৩ শতাংশ। আগামী এক মাসে তা আরো উন্নীত হবে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (আরএডিপি) বাস্তবায়ন এবং চলমান উন্নয়নকাজের অগ্রগতি ও মূল্যায়ন বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়।
গত বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কর্মশালার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এরপর বুধ ও বৃহস্পতিবার রাজধানীর কারিগরি শিক্ষা অধিদপ্তর মিলনায়তনে কর্মশালার একাধিক সেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইইডির প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার।
কর্মশালায় জানানো হয়, নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর উন্নয়ন প্রকল্প, নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, নির্বাচিত ৯টি সরকারি কলেজের উন্নয়ন, হাওর এলাকার নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নসহ একাধিক বৃহৎ প্রকল্প চলতি অর্থবছরে বাস্তবায়ন করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।