Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ১২০ টাকার খেজুরের গুড় ঢাকায় এসে হয়ে যায় ৪০০
    অর্থনীতি-ব্যবসা

    ১২০ টাকার খেজুরের গুড় ঢাকায় এসে হয়ে যায় ৪০০

    Sibbir OsmanDecember 26, 20225 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক: শীত মৌসুমে পিঠা-পায়েস তৈরির ধুম পড়ে যায় বলে এ সময় খেজুরের গুড়ের বিশেষ চাহিদা থাকে। খেজুরের রস থেকে তৈরি এ গুড়ের মূল ঠিকানা গ্রামাঞ্চল। সেখানকার হাটবাজারে চলতি মৌসুমে খেজুরের গুড় যে দামে বিক্রি হচ্ছে, রাজধানী ঢাকার সুপারশপসহ বিভিন্ন বিপণিকেন্দ্রে তা হয়ে যাচ্ছে দ্বিগুণ।

    রাজধানীর কারওয়ান বাজারসহ কয়েকটি সুপারশপ ঘুরে দেখা গেছে, খেজরের গুড় ২০০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

    অথচ রাজশাহী, চুয়াডাঙ্গা, নাটোর ও যশোরের স্থানীয় বাজারে গুড় বিক্রি হচ্ছে অনেক কম দামে। রাজশাহীর বানেশ্বর বাজারে খেজুরের গুড় বিক্রি হচ্ছ ১৩০ থেকে ১৪০ টাকা কেজি দরে। নাটোরের বিভিন্ন এলাকায় এই গুড় ১১০ থেকে ১২০ টাকা।

    এসব এলাকার চাষিরা সরাসরি গাছ থেকে রস আহরণ করে গুড় বানিয়ে স্থানীয় বাজারে বিক্রি করেন। পাইকাররাও সরাসরি কৃষকদের কাছ থেকে গুড় কিনে নেন। এই গুড় তাঁরা ঢাকার কারওয়ান বাজার, কাপ্তানবাজার, মিরপুরের মাজার রোড, বাবুবাজারসহ বিভিন্ন আড়তে বিক্রি করেন। সেখান থেকে খুচরা ব্যবসায়ীরা নিয়ে শহরের বিভিন্ন স্থানে বিক্রি করেন। অর্থাৎ চাষি থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছাতে তিনবার হাতবদল হয় গুড়।

       

    সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজধানীর ২৭ নম্বর রোডের সুপারশপ মীনা বাজারে পাটালি খেজুর গুড় বিক্রি হচ্ছে ৩৯৯ টাকা কেজি। প্রতিষ্ঠানটি ‘নাটোর জেলা প্রান্তিক চাষি’ লোগো লাগানো গুড় বিক্রি করছে। ‘গাছির হাসি’ নামের অর্ধবৃত্তাকৃতির ৩৬০ গ্রাম গুড়ের দাম ১৪৩ টাকা ৬৪ পয়সা। এককেজির দাম ৩৯৯ টাকা। একই দামে মাটির পাত্রে ঝোলা গুড় বিক্রি করছে তারা।

    বেশি দামে গুড় বিক্রির বিষয়ে মীনা বাজারের একজন বিক্রিয়কর্মী বলেন, ‘আমাদের গুড়ে কোনো ভেজাল নেই। তাই দাম বেশি। ’

    সুপারশপে গুড় কিনতে আসা সরকারি চাকরিজীবী জুবায়ের আহমেদ বলেন, ‘এক কেজি গুড়ের দাম ৪০০ টাকা আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। তারা বলছে অর্গানিক। তবে দাম কম হলে সুবিধা হতো। ’

    মাদল শস্যভাণ্ডারে প্রিমিয়াম কোয়ালিটির খেজুর গুড় বিক্রি হচ্ছে ৩৯৪ গ্রাম ১৫৭ টাকা ২১ পয়সা। এক কেজি ৩৯৯ টাকা। সুপারশপ স্বপ্নতে বিক্রি করা হচ্ছে মেসার্স আর জেড এন্টারপ্রাইজের সরবরাহ করা ‘রাজশাহী খেজুরের ঝোলা গুড়’। এখানে ৯০০ গ্রামের দাম ২৮৫ টাকা।

    আগোরায় গুড়ের গায়ে সরবরাহকারী প্রতিষ্ঠানের নাম নেই। তারা প্রতি কেজি ২৫০ টাকা দরে বিক্রি করে। বর্তমানে ৩০ টাকা ছাড়ে বিক্রি করছে ২২০ টাকা কেজি। চুয়াডাঙ্গার খেজুরের ঝোলা গুড় তারা বিক্রি করছে ৩২০ টাকা কেজি দরে। মোহাম্মদপুর রিং রোডের শস্য প্রবর্তনায়ও ৪০০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে নাটোরের খেজুর গুড়।

    কারওয়ান বাজারের কিচেন মার্কেটের ব্যবসায়ী মীর আহাম্মদ আলী বলেন, ‘মানভেদে পাটালি গুড় ১৫০ থেকে ২০০ টাকা কেজি দরে বেচি। যে গুড়ের মান খুব ভালো নয়, ভেজাল মেশানো, সেগুলো ১৫০ টাকা কেজি। যেগুলো ভালো সেগুলোর দাম আরো বেশি। তবে ভালো মানের গুড় একসঙ্গে এক পাল্লা অর্থাৎ পাঁচ কেজি কিনলে দাম পড়বে ৭৫০ টাকা। মাটির পাতিলের খুচরা ঝোলা গুড় ১৭০ টাকা কেজি।

    কারওয়ান বাজারে কথা হয় আনিসুর রহমানের সঙ্গে। তিনি গুড়ের দাম সম্পর্কে বলেন, ‘আমার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। গতবার সেখানে ১২০ টাকা কেজি দামে কিনেছিলাম। এখান থেকে নিল ২০০ টাকা।

    হাতবদলেই বেড়ে যায় ১০০ টাকা
    চুয়াডাঙ্গায় গুড়ের দাম নিয়ে খুশি নন চাষিরা। পাইকাররা তাঁদের কাছ থেকে গুড় কিনে নিয়ে কেজিপ্রতি প্রায় ১০০ টাকা বেশি দামে বিক্রি করছেন। চাষিরা বলছেন, লাভ চলে যাচ্ছে ব্যবসায়ীদের পকেটে।
    খেজুরের গুড়
    সদর উপজেলার বেলগাছি গ্রামের কৃষক সাইফুল বিশ্বাস জানান, নিজের ও লিজ নেওয়া কিছু গাছ মিলিয়ে মোট ১২০টি খেজুরগাছের রস থেকে তিনি গুড় তৈরি করছেন। একটি গাছ থেকে সপ্তাহে এক কেজি গুড় পাওয়া যায়। সেই গুড় তিনি বিক্রি করেন ২০০ টাকা কেজি দরে। বাজারে ভালো মানের গুড় বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজিতে। তিনি বলেন, বাজারে কম দামে যেসব গুড় পাওয়া যায়, সেগুলোতে চিনি মেশানো হয়। ভালো গুড় ২৮০ টাকার কমে পাওয়া যাবে না।

    সরোজগঞ্জ বাজারের গুড় ব্যবসায়ী নূর ইসলাম বলেন, স্থানীয় বাজারে ১৩০ থেকে ১৪০ টাকা কেজি দরে পাইকারি গুড় বিক্রি হচ্ছে। তা কিনে খুচরা ২০০ থেকে ২৫০ টাকা কেজিতে বিক্রি করি। বিভিন্ন জেলা থেকে আসা ব্যাপারীরা গুড় কিনে নিয়ে অন্য জেলায় ৩০০ টাকা দরে বিক্রি করেন।

    চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা বলেন, এ জেলায় আড়াই লাখ খেজুরগাছ আছে। তা থেকে চলতি মৌসুমে আড়াই হাজার মেট্রিক টন গুড় উৎপাদন সম্ভব। রস সংগ্রহ থেকে গুড় উৎপাদন পর্যন্ত একটি খরচ আছে। দাম আরেকটু বাড়লে চাষিদের জন্য ভালো হতো।

    ফরিদপুরে মিশছে চিনি ও কেমিক্যাল
    একসময় খাঁটি খেজুর গুড়ের জন্য বিখ্যাত ছিল ফরিদপুর। এখন চিনি ও কেমিক্যাল মেশানো নকল গুড়ে বাজার সয়লাব।

    চলতি মৌসুমে নগরকান্দা উপজেলার মাঠবালিয়ায় খাঁটি গুড় তৈরি করছেন চাষিরা। এ এলাকায় পাটালি, নারকেলি, দানা, ঝোলাসহ নানা ধরনের খেজুর গুড় পাওয়া যাচ্ছে। প্রতি কেজি খাঁটি গুড় ৩৫০ থেকে ৪০০ টাকা বিক্রি হচ্ছে।

    রাজশাহীর বাঘা থেকে নগরকান্দায় এসে গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করছেন রিমন মিয়া। তিনি বলেন, ‘বাজারে চিনি ও কেমিক্যালযুক্ত গুড় পাওয়া যায়। তবে আমরা কোনো ভেজাল দিই না। বিক্রি করছি ৪০০ টাকা কেজি দরে। ’

    যশোরে বিভিন্ন দাম
    যশোরে খেজুর রসের তৈরি পাটালি গুড় মান ও স্থান ভেদে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। পাটালি ২০০ থেকে ৫০০ টাকা। ঝোলা গুড় ২০০ থেকে ৩০০ টাকা এবং দানা গুড় ২২০ থেকে ২৫০ টাকা। পাটালি গুড়ের জন্য প্রসিদ্ধ খাজুরা বাজারে ২৫০ থেকে ৩০০ টাকা কেজি। সাইফ নামের স্থানীয় এক ক্রেতা বলেন, ‘এখনকার বাজারে খেজুর রসের যে দাম, এতে ২৫০ থেকে ৩০০ টাকায় চিনি মেশানো ছাড়া পাটালি গুড় বেচতেই পারবে না। ’

    চৌগাছা উপজেলার সাঞ্চাডাঙ্গা মাঠপাড়া গ্রামের রাজ্জাক বলেন, ‘আমি সুনামের জন্য সম্পূর্ণ চিনিমুক্ত পাটালি তৈরি ও বিক্রি করি। কিন্তু দাম বেশি। আমার এক কেজি পাটালি ৪০০ টাকা। ’

    ৩দিনে কক্সবাজারে ২৫০ কোটি টাকার বাণিজ্য

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ১২০ ৪০০ অর্থনীতি-ব্যবসা এসে খেজুরের গুড় টাকার ঢাকায় যায়! হয়ে
    Related Posts
    ভোজ্যতেলের দাম

    আবারও বাড়তে পারে ভোজ্যতেলের দাম, প্রস্তাব ব্যবসায়ীদের

    September 19, 2025

    প্রথম চালানে আখাউড়া দিয়ে ভারত গেল ১২০০ কেজি ইলিশ

    September 19, 2025
    সোনার দাম

    দেশের বাজারে সোনার দাম কমল, আজ থেকে নতুন দামে বিক্রি

    September 19, 2025
    সর্বশেষ খবর
    ২০২৬ ফুটবল বিশ্বকাপ

    বিশ্বকাপের উন্মাদনা শুরু: টিকিট পেতে কোন দেশ থেকে সবচেয়ে বেশি আগ্রহ?

    শবনম ফারিয়া

    ফের বিয়ে করলেন শবনম ফারিয়া, পাত্র কে?

    ভারতীয় ওষুধ জব্দ

    সাতক্ষীরায় ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ: কোস্টগার্ডের অভিযানে সাফল্য

    পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীর

    ভারত হামলা করলে সৌদি আমাদের পাশে থাকবে: দাবি পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীর

    আবহাওয়া ভারী বৃষ্টির

    আজকের আবহাওয়ার খবর: সাগরে লঘুচাপ সৃষ্টি, ৪ বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

    কুকুর লেলিয়ে নির্যাতন

    যুবককে কুকুর লেলিয়ে নির্যাতনের অভিযোগ, ভাইরাল ভিডিও

    যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

    মানব পাচারকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

    Mike McDaniel's Dolphins

    Mike McDaniel’s Dolphins Fate Decided Amid Firing Rumors

    Tyreek Hill Allegations Spark Outrage

    Tyreek Hill Allegations Spark Outrage Over Amazon Broadcast

    Grey's Anatomy Season 22

    Grey’s Anatomy Season 22 Return Faces Possible Cast Exit

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.