স্পোর্টস ডেস্ক: আর কয়েকদিন পরই শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে পছন্দের দলের প্রতি ভালোবাসা আর বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ফুটবলপ্রেমীরা। কেউ পছন্দের দলের পতাকার রঙে সাজাচ্ছেন নিজের দোকান, কেউবা আবার দীর্ঘ পতাকা টাঙ্গিয়ে প্রিয় দলের প্রতি সমর্থন জানান দিচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, বিশ্বকাপকে সামনে রেখে উপজেলা সদর থেকে প্রত্যন্ত অঞ্চলে ফুটবলপ্রেমীদের মাঝে ছড়াচ্ছে উচ্ছ্বাস ও উন্মাদনা। যার নির্দশন মিলেছে উপজেলা কপালদাড়া গ্রামে। সেখানে আর্জেন্টিনা দলের সমর্থকরা ১২০ ফুট লম্বা পতাকা টাঙিয়ে দিয়ে দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেছেন।
এদিকে উপজেলা সদরে আর্জেন্টিনার পতাকার রঙে মোহনা নামে একটি হোটেলের দেয়ালে রং করে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন হোটেল মালিক। এ খবর উপজেলায় ছড়িয়ে পড়লে এই দোকান ও পতাকা দেখতে সেখানে ভিড় করছেন স্থানীয়রা। এ ছাড়া উপজেলা সদরের একমাত্র খেলাঘরে বেড়েছে দলীয় জার্সি বিক্রি। একই সঙ্গে বিক্রি হচ্ছে বিভিন্ন দলের ছোট বড় আকারের পতাকা।
সাবেক ফুটবলার ও নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আ. মোন্নাফ বলেন, ‘দেশের অন্যান্য জেলা-উপজেলার মতো এখানেও সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। এই খেলা নিয়ে উচ্ছ্বাসের কমতি নেই উপজেলার ফুটবলপ্রেমীদের মাঝে। তাই আসন্ন কাতার বিশ্বকাপ নিয়ে তাদের মাঝে শুরু হয়েছে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস ও উদ্দীপনা। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনা দলের সমর্থকদের এ উচ্ছ্বাস বেশি লক্ষ্য করা যাচ্ছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।