
স্পোর্টস ডেস্ক: জয় দিয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে মিশন শেষ করতে চায় বাংলাদেশ ক্রিকেট দল। সুপার টুয়েলভে এ পর্যন্ত জয়ের দেখা পায়নি টাইগাররা। তবে আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুবাইয়ে অনুষ্ঠেয় নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে লজ্জা এড়াতে চায় বাংলাদেশ।
এই তো সেদিনের কথা। ঘরের মাঠে বলে-কয়ে অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে বাংলাদেশ। সেই অজিদের বিপক্ষে আজ আবার মুখোমুখি হচ্ছে টাইগাররা। তবে ভিন্ন মঞ্চে, বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে।
গত আগস্টে অস্ট্রেলিয়াকে হারালেও দুই মাসে পাল্টে গেছে সম্পূর্ণ প্রেক্ষাপট। বিশ্বকাপে পা দিতেই টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের হতশ্রী চেহারা বেরিয়ে এসেছে। হেরেছে সুপার টুয়েলভে এখন পর্যন্ত খেলা চার ম্যাচেই।
বাংলাদেশ মূলত হোম গ্রাউন্ডের সুবিধা নিয়ে, স্লো অ্যান্ড স্পিনিং ট্র্যাক তৈরি করে অস্ট্রেলিয়াকে করেছিল নাস্তানাবুদ। সেটাও দুর্বল দলের বিপক্ষে। তবে আজ অজি দলে খেলবেন তাদের সব বড় তারকা। উইকেট কিংবা কন্ডিশনের আলাদা সুবিধাও পাবে না মাহমুদউল্লাহ রিয়াদের দল। মুখোমুখি দেখায় খুব পিছিয়ে না থাকলেও আজ টাইগারদের জন্য তাই অপেক্ষা করছে কঠিন এক চ্যালেঞ্জ।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল ৪টায়। ম্যাচটি মাঠে গড়ানোর আগে চলুন দুই দলের মুখোমুখি দেখার কিছু পরিসংখ্যান জেনে নেয়া যাক:
মোট ম্যাচ: ৯
বাংলাদেশের জয় ৪
অস্ট্রেলিয়ার জয় ৫
ফলহীন ০
সর্বোচ্চ দলীয় সংগ্রহ:
বাংলাদেশ: ১৫৬/৫, বেঙ্গালুরু ২০১৬
অস্ট্রেলিয়া: ১৫৮/৩, মিরপুর ২০১৪
সর্বনিম্ন দলীয় সংগ্রহ:
বাংলাদেশ: ১০৪/৯, মিরপুর ২০২১
অস্ট্রেলিয়া: ৬২, মিরপুর ২০২১
সর্বোচ্চ ব্যক্তিগত রান:
বাংলাদেশ: ২৫৭, সাকিব আল হাসান
অস্ট্রেলিয়া: ১৬২, মিচেল মার্শ
ব্যক্তিগত সেরা ইনিংস:
বাংলাদেশ: ৬৬, সাকিব আল হাসান
অস্ট্রেলিয়া: ৭৩*, ম্যাথু হেইডেন
সর্বোচ্চ উইকেট:
বাংলাদেশ: ১২, সাকিব আল হাসান
অস্ট্রেলিয়া: ৮, জশ হ্যাজেলউড
সেরা বোলিং ফিগার:
বাংলাদেশ: ৪/৯, সাকিব আল হাসান
অস্ট্রেলিয়া: ৪/১৮, ডার্ক ন্যানেস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।