আন্তর্জাতিক ডেস্ক : ১৯০৩ সালের ৩ আগস্ট পাঠানো একটি পোস্ট কার্ড সম্প্রতি প্রাপকের ঠিকিনায় পৌঁছেছে। অর্থাৎ ১২১ বছর আগে পোস্ট কার্ডটি ব্রিটেনের ক্রাডক সড়কের সোয়ানসি এলাকার একটি বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছিল। এটি গত শুক্রবার ওই ঠিকানায় গিয়ে পৌঁছে।
পোস্ট কার্ডটি পেয়ে ওই বাড়ির মালিকের চক্ষু তো চরকগাছ। কারণ যার নামে এটি এসেছে তার পরবর্তী প্রজন্মরা বহু আগেই ওই এলাকা ছেড়ে গেছেন। এখানে প্রাপকের নাম লেখা হয়েছে লিডিয়া ডাভিস। সম্ভবত কোনো ব্যাংক থেকে পোস্ট কার্ডটি ইস্যু করা হয়েছিল। এটির লেখাগুলো ঝাপসা হয়ে যাওয়ায় পড়া যাচ্ছে না।
পাচারের অর্থ ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন ড. ইউনূস
পোস্ট কার্ডটিতে ব্রিটেনের সাবেক রাজা কিং এডওয়ার্ডের ছরি রয়েছে। তবে স্থানীয় পোস্ট অফিসের কর্মকর্তারা বলেন, পোস্ট কার্ডটি এতদিন না পৌঁছানোর কারণটি স্পষ্ট নয়। এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। ব্রিটিশ ডাক বিভাগের এক কর্মকর্তা বলেন, আমরা পোস্ট কার্ডটির বর্তমান বংশধরদের খুঁজে বের করার চেষ্টা করব। কারণ এটি আমাদের দায়িত্ব। -ইউপিআই অবলম্বনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।