১২৭ রান দরকার মুশফিকুর রহিমের

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি টেস্ট খেলেছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। এদিকে দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করতে আর ১২৭ রান দরকার মিডল-অর্ডার ব্যাটার মুশফিকের।

ফাইল ছবি

কাল থেকে ক্রাইস্টচার্চের হাগলি ওভালে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। এ ম্যাচে ১২৭ রান করলেই দেশের প্রথম টেস্ট ক্রিকেটার হিসেবে পাঁচ হাজার রানের ক্লাবে প্রবেশ করবেন মুশফিক।

মাউন্ট মঙ্গানুইতে সিরিজের প্রথম টেস্টে ১২ ও অপরাজিত ৫ রান করেন মুশফিক। এতে ৭৮ টেস্টে ৭টি সেঞ্চুরি ও ২৪টি হাফ-সেঞ্চুরিতে মুশির রান এখন ৪৮৭৩।

নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত ৫ টেস্টের ১০ ইনিংসে ২৩৯ রান করেছেন মুশফিক। ব্যাটিং গড়- ২৯ দশমিক ৮৭। নিউজিল্যান্ডের মাটিতে মুশফিকের সেঞ্চুরিও রয়েছে। ২০১৭ সালে ওয়েলিংটন টেস্টে ১৫৯ রান করেছিলেন মুশি।

আর নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বমোট ৯টি টেস্ট খেলেছেন মুশফিক। ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ৪৪২ রান করেছেন তিনি।