জুমবাংলা ডেস্ক: আগামী ১৫ অক্টোবর থেকে বিদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে ভারত। আজ (৭ অক্টোবর) দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়েছে, আগামী ১২ অক্টোবর থেকে ট্যুরিস্ট ভিসা সার্ভিস চালু হবে। ভারতে ভ্রমণ করতে নতুন ট্যুরিস্ট ভিসা লাগবে। আগে ইস্যুকৃত ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে প্রবেশ করা যাবে না।
এতে আরও বলা হয়, ১৫ অক্টোবর থেকে চার্টার্ড ফ্লাইটে যাতায়াতকারী বিদেশি ট্যুরিস্টদের ভিসা দেওয়া শুরু হবে। তবে সাধারণ পর্যটকরা এখনই এ ভিসা পাবেন না। সাধারণ ফ্লাইটে ভারতে যাওয়া পর্যটকরা ভিসা পাবেন ১৫ নভেম্বর থেকে।
করোনা মহামারী পরিস্থিতি বিবেচনায় ২০২০ সালের মার্চ থেকে ভিসা এবং আন্তর্জাতিক ভ্রমণের উপর বিধিনিষেধ দেয় ভারত সরকার। নতুন সিদ্ধান্তে সেসব বিধিনিষেধও শিথিল করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।