এক মাসের জন্য পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এখন থেকে আপনি ১২ কেজি সিলিন্ডার এলপিজি ক্রয় করতে পারবেন ১ হাজার ৪৫০ টাকা দিয়ে। এর আগে ২৮ টাকা অতিরিক্ত দিয়ে সিলিন্ডারের গ্যাস ক্রয় করতে হতো।
এ দাম মার্চ মাসের জন্য নির্ধারণ করা হয়েছে। এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি করা হতে পারে এরকম সম্ভাবনা দেখা দিলে সরকারের অনেক সমালোচনা করা হয়। এলপিজির সিলিন্ডারের দাম কমবে না বাড়বে সেটি বোঝা যাচ্ছিল না। অবশেষে আজ নতুন দাম নির্ধারণ করা হলো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পক্ষ থেকে।
সোমবার বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। বিইআরসি চেয়ারম্যান জানান, নতুন দাম সোমবার সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হবে।
সবশেষ গত ২ ফেব্রুয়ারিতে ভোক্তা পর্যায়ে বাড়ানো হয় এলপিজির দাম। এ সময় ভ্যাট সমন্বয় করে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা নির্ধারণ করা হয়। তার আগে জানুয়ারিতে দুই দফা বৃদ্ধি পেয়েছিল এলপিজির দাম। আর গত বছর ৪ দফা কমেছে দাম, আর এলপিজি ও অটোগ্যাসের বেড়েছে ৭ দফা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।