সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : বিদ্যুৎ সাশ্রয়ে দোকানপাট ও বিপণিবিতানগুলো রাত ৮টার পর বন্ধ রাখার জন্য সরকার নির্দেশনা দিলেও তা অমান্য করায় মানিকগঞ্জে ১২ দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।
এ সময় ১২ দোকানিকে পৃথক মামলায় ৬ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড করা হয়।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকানপাট খোলা রাখায় ১২ দোকানিকে জরিমানা করা হয়েছে। পরবর্তীতে সরকারি নির্দেশনা অমান্য করে রাত আটটার পর দোকানপাট খোলা রা রাখার বিষয়ে তাদেরকে সর্তক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে পল্লী বিদ্যুৎ ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।