আন্তর্জাতিক ডেস্ক : চলতি এপ্রিল মাসে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে উচ্চপর্যায়ের রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শনিবার (৫ এপ্রিল) পাকিস্তানের সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান এ তথ্য জানিয়েছে। ২০১২ সালের পর এটিই হবে দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক রাজনৈতিক সংলাপ।
সূত্রে জানা গেছে, পাকিস্তানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব আমনা বালোচ। বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্বদানকারীর নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
এই সংলাপে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, যৌথ মন্ত্রিপরিষদ কমিশন পুনর্বহাল এবং রাজনৈতিক-অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হবে। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।
এদিকে আগামী ২২ থেকে ২৪ এপ্রিল বাংলাদেশ সফর করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশহাক দার। তার এই সফরকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।
গত বছর আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দুই দেশের সম্পর্কের গতিধারা বদলাতে শুরু করেছে। অন্তর্বর্তী সরকার পাকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্ক জোরদারে বিশেষ মনোযোগ দিচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সংলাপ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে ১৯৭১ সালের ঐতিহাসিক ইস্যুগুলো এখনও দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
সংলাপের আগে দুই দেশের কর্মকর্তারা প্রস্তুতিমূলক বৈঠক করবেন বলে জানা গেছে। এই আলোচনায় বাণিজ্য ঘাটতি কমানো, সাংস্কৃতিক বিনিময় ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।