জুমবাংলা ডেস্ক : রাজশাহীতে ছয় মাস বয়সী মেয়ে সন্তানকে বিক্রি করে দিয়েছেন তার বাবা-মা। মাত্র ১২ হাজার টাকায় শিশুটিকে কেনেন গাইবান্ধার নিঃসন্তান এক নারী। রাজশাহী রেলওয়ে এলাকা থেকে সন্তানসহ তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
এদিকে, সন্তান বিক্রির পর গা-ঢাকা দিয়েছেন ওই দম্পতি।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় কোলে সন্তান নিয়ে ঘোরাফেরা করছিলেন জান্নাতি বেগম নামে এক নারী। তার আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশ তাকে থানা হেফাজতে নিয়ে আসে।
পরে পুলিশের জিজ্ঞাসাবাদে ওই নারী জানান, নিঃসন্তান হওয়ায় মাত্র ১২ হাজার টাকার বিনিময়ে তিনি শিশুটিকে রেলওয়ে কলোনি বস্তি থেকে কিনেছেন। ভদ্রা বস্তির বাসিন্দা রোকেয়ার মাধ্যমে শিশুটিকে কিনতে সহায়তা করেন সীমা। তার দাবি, শিশুটির বাবা মাদকাসক্ত হওয়ায় ঠিকমতো খরচ দিতো না সংসারে। আর মায়ের রোজগারও কম। তাই গত ২৫ নভেম্বর ছয় মাসের মেয়েকে বিক্রি করে দেয় ওই দম্পতি।
সীমা বলেন, আমার এখনো বাচ্চা হয় নাই। একারণে আমি বাবুকে নিয়ে আসছি।
ঘটনার পর থেকে পলাতক শিশুটির বাবা-মা। রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল বলেন, সে বলেছে আমার বাচ্চাকাচ্চা হয় না। অনেকদিন বিয়ে হয়েছে। এ অবস্থায় আমরা পেয়েছি, এখন বাকিটা আমরা তদন্ত করে দেখছি। শিশুটিসহ জান্নাতি ও সীমাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।