জুমবাংলা ডেস্ক : আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বুয়েট শিক্ষার্থী ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলা দ্রুত বিচার আইনে ১৩৫ দিনে শেষ করা হবে। ১৮ নভেম্বর (সোমবার) থেকে শুরু করা হবে প্রসিকিউশনের কাজ।
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবেদন আসলেই দ্রুত বিচার আইনের কার্যক্রম শুরু হবে। সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত আবেদন পাঠাতে বলা হবে।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ে নিজ কক্ষে বুয়েট শিক্ষার্থী ফাহাদ আবরার হত্যার চার্জশিট দাখিলের পর গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।