জুমবাংলা ডেস্ক: চলতি মাসের প্রথম ১৩ দিনে দেশে রেমিট্যান্স আয় এসেছে ৭৬ কোটি ৯৮ লাখ ডলার। প্রতি ডলার ১০৮ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮ হাজার ৩১৪ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, অক্টোবর মাসের প্রথম ছয় দিনে (২ থেকে ৬ অক্টোবর পর্যন্ত) ৩৫ কোটি ৭৭ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে। আর দ্বিতীয় সপ্তাহে (১৩ অক্টোবর পর্যন্ত) রেমিট্যান্স আসে ৪১ কোটি ২১ লাখ ডলার।
আলোচিত সময়ে (অক্টোবরের প্রথম ১৩ দিন) রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৫ কোটি ৮৯ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৯ কোটি ৩২ লাখ ডলার, বিদেশি ব্যাংকের মাধ্যমে ৩৬ লাখ ডলার আর বিশেষায়িত এক ব্যাংকের মাধ্যমে এসেছে এক কোটি ৪১ লাখ ডলার।
এসময় সবচেয়ে বেশি রেমিট্যান্স এনেছে বেসরকারি ইসলামী ব্যাংক থেকে। এরপর অগ্রণী ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক এবং রুপালী ব্যাংক।
২০২১-২০২২ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ (২১ দশমিক ৩ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছিল। এটি তার আগের অর্থবছরের চেয়ে ১৫ দশমিক ১১ শতাংশ কম। আগের ২০২০-২০২১ অর্থবছরে দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ (২৪ দশমিক ৭৭ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।