বিনোদন ডেস্ক: চলচ্চিত্রে অভিনয় করছেন, চরিত্র ফুটিয়ে তুলার প্রয়োজনে গোসল করছেন না আজ ১০ দিন হলো। অবস্থা এমন যে নাক সরিয়ে নিচ্ছেন সহ-নায়িকা, তার পরেও কাজ চালিয়ে যেতে হচ্ছে। নায়িকা এসেছেন কলকাতা থেকে, চরিত্রের গভীরতা বোঝেন, তাই অভিনয়টাও সাবলীলভাবে করে যেতে পারছেন- এমনটাই জানালেন উঠতি নায়ক শান্ত।
১০-১১ করে অবশেষে ১৩ দিন পর গোসল করেছেন শান্ত। কলকাতা থেকে এসেছেন নায়িকা, কৌশানির নায়ক হিসেবেই এই ছবিতে শান্ত খানের ভূমিকা। নিজের চরিত্রটি রাখাল বালকের। নিজের প্রকৃত চেহারা আড়াল করতেই নির্মাতার পরামর্শে গোসল করা বাদ দিয়েছেন শান্ত। এতে করে তাকে আসলেই একজন প্রত্যন্ত অঞ্চলের রাখাল বালক মনে হচ্ছে বলে জানালেন শান্ত।
এ প্রসঙ্গে শান্ত খান বলেন, ‘সিনেমাটির শুটিং যখন শুরু করি তার আগের দিন গোসল করছিলাম। পরিচালক পূজন ভাই এসে বললেন, গোসল করা যাবে না। শুট শেষ না হওয়া পর্যন্ত আপনার গোসল বন্ধ। সেই থেকে গতকাল ১৩ দিন পর গোসল করলাম।’
সোশ্যাল মিডিয়ায় শান্ত খানকে ঘিরে যে সমালোচনা হয়, সেটি তাঁর ‘বিক্ষোভ’ ও ‘বুবুজান’ সিনেমা মুক্তির পর থাকবে না বলে মনে করেন এ উঠতি অভিনেতা। এই দুই সিনেমা তাঁর ক্যারিয়ারের মোড় দিয়ে ঘুরিয়ে দেবে বলে দাবি করেন শান্ত খান।
পূজন মজুমদারের পরিচালনায় ‘প্রিয়া রে’ সিনেমার শুট চলছে চাঁদপুরে। সিনেমায় শান্ত খান অভিনয় করছেন নূরু রাখালের চরিত্রে। আর কলকাতার কৌশানী মুখোপাধ্যায় অভিনয় করছেন চেয়ারম্যানের মেয়ে চরিত্রে। প্রথম ধাপের শুট শেষ করে তিনি কলকাতায় ফিরেছেন; নভেম্বরে বাকি অংশের শুট করবেন তিনি।
কলকাতার রজতাভ দত্ত, খরাজ মুখার্জিও এই ছবিতে অভিনয় করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।