জুমবাংলা ডেস্ক: বরগুনার পাথরঘাটায় বরফ তৈরির কারখানা থেকে ১৩ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। গতকাল (১৬ আগস্ট) সকালে উপজেলার রুহিতা এলাকা থেকে সাপটি উদ্ধার করেন পাথরঘাটা বন সুরক্ষা কমিটির সদস্য জাকির হোসেন মুন্সি।
তিনি বলেন, সকালে রুহিতা বরফ কলের একটি ককশিটের মধ্যে ১৩ ফুট লম্বা একটি অজগর দেখতে পান শ্রমিক পনু মিয়া। পরে মুঠোফোনে আমাকে জানালে ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করে বন বিভাগকে খবর দেই।
পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বরফ তৈরির কারখানা থেকে উদ্ধার অজগরটি পাথরঘাটা রেঞ্জের টেংরাগিরি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, কয়েকদিন ভারী বৃষ্টি হয়েছিল, সাপটি হয়তো সুন্দরবন থেকে থেকে ভেসে পাথরঘাটা উপকূলে চলে এসেছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।