১৩ বছর পর ঢাকায় পা রাখছেন কবীর সুমন

কবীর সুমন

বিনোদন ডেস্ক: ২০০৯ সালে ঢাকায় আসছিলেন গায়ক, গীতিকার, অভিনেতা ও রাজনীতিক কবীর সুমন। এরপর আর তিনি এদেশে আসনে নি। দীর্ঘ ১৩ বছর পর ভারতীয় বাঙালী এই গায়ক ফের ঢাকায় আসছেন।

জানা গেছে, অক্টোবরে ঢাকায় আসছেন কবীর সুমন। ঢাকায় আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে তিন দিনব্যাপী ‘তোমাকে চাই-এর ৩০ বছর উদ্যাপন’ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন তিনি। এর মধ্যে ১৫ অক্টোবর গাইবেন আধুনিক বাংলা গান, ১৮ অক্টোবর গাইবেন আধুনিক বাংলা খেয়াল এবং ২১ অক্টোবর আবার আধুনিক গান।
কবীর সুমন
শোনা যায়, ২০০৯ সালের অক্টোবরে তিনি যখন এসেছিলেন, সে সময় গানের প্রোগ্রাম ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। কিন্তু সেখানে গান গাইতে গেলে তাকে বাধা দেয়া হয়। বাধ্য হয়ে অনুষ্ঠান না করেই ফিরে যান কলকাতায়। সেই অভিমান চেপে রেখেই এক যুগের বেশি সময় কবীর সুমন ঢাকায় আসেন না বলে গুঞ্জন।

‘দর্শকরা তৃপ্তি নিয়ে হল থেকে বের হবেন’‘দর্শকরা তৃপ্তি নিয়ে হল থেকে বের হবেন’

১৩ বছর পর ঢাকায় আসছেন গান করতে, এ কথা যেমন জানালেন, সেই সঙ্গে গায়ক বাংলাদেশের গণমাধ্যমের কাছে দাবি করেছেন, কোন অভিমানের কারণে নয়, গত এক যুগে তাকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণই জানানো হয়নি। যদিও কবীর সুমনের ঢাকায় আসার ব্যাপারে এখনও সরকারী অনুমতিই মেলেনি।

এ প্রসঙ্গে অনুষ্ঠানের অন্যতম আয়োজক ইশতিয়াকুল ইসলাম খান গণমাধ্যমকে বলেছেন, সরকারী অনুমতি পাওয়ার জন্য আমরা আবেদন করেছি। আশা করছি শিগগিরই অনুমতি পেয়ে যাব।

সুখবর দিলেন গীতা-হরভজন