বিনোদন ডেস্ক : পঞ্চমবারের মতো শুরু হতে যাচ্ছে লোক সংগীতের মহা আসর ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট, ২০১৯।
আগামী ১৪ই নভেম্বর থেকে ১৬ই নভেম্বর আর্মি স্টেডিয়ামে তিন দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে। এবারও ফোকফেস্টের আয়োজন করেছে ‘সান ফাউন্ডেশন’।
Advertisement
আয়োজকরা জানান, লোকসংগীত-ই হবে দেশ ও সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরার নতুন উপলক্ষ্য। এমন অনুপ্রেরণা থেকে পঞ্চমবারের মতো বসছে ফোক ফেস্টের আসর।
এবারও দর্শকরা আগের মতোই বিনামূল্যে শুধুমাত্র অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন। রেজিস্ট্রেশন চলবে ৬ই নভেম্বর থেকে ১০ই নভেম্বর পর্যন্ত।
ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট ২০১৫ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। এই আয়োজনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান শিল্পীরা লোকসংগীত পরিবেশন করে থাকেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


