স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটের এক বিস্ময় ক্রিকেটার রাহকিম কর্নওয়াল। উচ্চতা ৬ ফুট ৫ ইঞ্চি, ওজন ১৪০ কেজি। ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডারের বোলিং ঝড়ে একমাত্র টেস্ট সিরিজের প্রথম দিনেই গুটিয়ে গেছে ব্যাটিংয়ে নামা আফগানিস্তান।
বুধবার (২৭ নভেম্বর) ভারতের লখনৌতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। রশিদ খানের দল আফগানিস্তান ব্যাট করতে নামলে প্রথম ইনিংসে মাত্র ১৮৭ রানে অলআউট হয়ে যায় দলটি।
মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা ২৬ বছর বয়সী কর্নওয়াল একাই তুলে নেন সাত উইকেট। জবাবে, ব্যাটিংয়ে নেমে দিন শেষে ২ উইকেট হারিয়ে উইন্ডিজ তুলেছে ৬৮ রান। প্রথম দিন শেষে ১১৯ রানে পিছিয়ে জেসন হোল্ডারের দল।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান- ৬৮.৩ ওভার ১৮৭/১০ (জাভেদ আহমাদি ৩৯, আমির হামজা ৩৪)
(রাহকিম কর্নওয়াল ২৫.৩-৫-৭৫-৭, জেসন হোল্ডার ১৭-১০-২২-২)
ওয়েস্ট ইন্ডিজ- ২২ ওভার ৬৮/২ (জন ক্যাম্পবেল ৩০*, শামার ব্রুকস ১০*)
(রশিদ খান ৮-২-২৪-১, আমির হামজা ৮-১-২৫-১)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।