জুমবাংলা ডেস্ক: ১০ দফা দাবির মধ্যে অল্প সময়ে বাস্তবায়নযোগ্য ৫ দফা দাবি তিন দিনের মধ্যে বাস্তবায়ন হলেই কেবল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ১৪ তারিখের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যথায় পরীক্ষা হবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির আন্দলনরত শিক্ষার্থীরা।
আজ রাতে এক প্রেস ব্রিফিংয়ে আন্দলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি মাহমুদুর রহমান সায়েম জানান, অল্প সময়ে বাস্তবায়নযোগ্য ৫ দফা দাবির মধ্যে রয়েছে- আবরার হত্যার সঙ্গে জড়িতদের সাময়িকভাবে বহিস্কারের নোটিশ জারি করতে হবে কর্তৃপক্ষকে, একই সাথে তার পরিবারকে দেয়া ক্ষতিপূরণের নোটিশ জারি করতে হবে, এবং ছাত্ররাজনীতি নিষিদ্ধের যে ঘোষণা দেয়া হয়েছে তা নোটিশ আকারে প্রকাশ করতে হবে।
শুক্রবার বুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ভিসির বৈঠকে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করাসহ আন্দোলনকারীদের বেশিরভাগ দাবি কর্তৃপক্ষ মেনে নেয়ার ঘোষণা দিলেও আবরার হত্যার প্রতিবাদে মাঠে নামা শিক্ষার্থীরা তাতে সন্তুষ্ট নন। ভিসির সাথে বৈঠক শেষে তারা হলে ফিরে যাননি। ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন। আগামীকাল থেকে আবারও মাঠে নামবেন তারা, এমনটি জানিয়েছেন।
গত রবিবার রাতে একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে বুয়েট শাখা ছাত্রলীগের একদল নেতাকর্মী। এ ঘটনায় আবরারের বাবার দায়ের করা মামলায় ১৯ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় ইতিমধ্যে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদও করছে আইনশৃঙ্খলা বাহিনী। দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।