স্পোর্টস ডেস্ক: আগামী ১৪ নভেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে শ্রীলংকার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। আর ৬ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বহুল প্রতীক্ষিত এই টুর্নামেন্টটির।
বুধবার (২ সেপ্টেম্বর) টুইটারে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
এর আগে পাঁচ দল নিয়ে লঙ্কা প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর পরিকল্পনা করা হয়েছিল। শুরুতে ৮ থেকে ২২ আগস্ট পর্যন্ত টুর্নামেন্টটি আয়োজন করতে চেয়েছিল এসএলসি। পরে তা পিছিয়ে নিয়ে ২৮ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজন করার কথা ভাবে এসএলসি।
তবে করোনা পরিস্থিতিতে ক্রিকেটারদের স্বাস্থ্য ঝুঁকির কথা ভেবে সেবারও পিছিয়ে দেয়া হয় টুর্নামেন্টটি।
টুর্নামেন্টে কলম্বো সুপার কিংস, গল লায়ন্স, কেন্ডি রয়্যালস, জাফনা সুনরাইজার্স এবং ডাম্বুলা ক্যাপিটেলস নামের পাঁচটি দলের অংশগ্রহণের কথা রয়েছে। দেশটির চারটি ভেন্যুতে মোট ২৩টি ম্যাচ আয়োজন করার কথা রয়েছে।
প্রসঙ্গত, এই টুর্নামেন্টের মধ্য দিয়ে আট বছর পর আবারও নতুন করে টি-টোয়েন্টি লিগ আয়োজন করতে যাচ্ছে শ্রীলঙ্কা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।