২০১০ সালে একটি কনসার্টে অংশ নিতে প্রথমবার ঢাকায় এসেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সে সময় তার সঙ্গে ছিলেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জি ও অন্য অভিনেতা অর্জুন রামপাল। শোনা যাচ্ছে আবারও নাকি ঢাকায় আসতে যাচ্ছেন বলিউড কিং খান।
১৪ বছরে আগে শাহরুখ খানকে ঢাকায় নিয়ে এসেছিলেন স্বপন চৌধুরী ও তার প্রতিষ্ঠান অন্তর শোবিজ। এবারেও তারাই নাকি শাহরুখকে বাংলাদেশে নিয়ে আসবেন। এ বিষয়টি নিয়ে স্বপন চৌধুরীর নিজের মন্তব্য প্রকাশ করেছেন। স্বপন চৌধুরী জানান যে, তিনি পরিকল্পনা করছেন শাহরুখ খানকে ঢাকায় নিয়ে আসার। এ বছরই শাহরুখকে ঢাকায় আনার পরিকল্পনা তাদের।
তবে সেটি না হলে আগামী বছরের শুরুতে কিং খানকে ঢাকায় আনার পরিকল্পনা রয়েছে তাদের। তবে এ নিয়ে এখনও শাহরুখ খানের সঙ্গে কোনো কথা হয়নি স্বপন চৌধুরীর। তিনি জানান যে, বিষয়টি আপাতত তাদের পরিকল্পনাতেই আছে এবং সে অনুযায়ী কাজ চলছে।
শাহরুখ খানকে নিয়ে দেশের দর্শকদের তুমুল উন্মাদনা রয়েছে। সেই আগ্রহ থেকেই এ উদ্যোগ নেওয়া হতে পারে। গত বছর শাহরুখ খান অভিনীত তিনটি সিনেমা মুক্তি পায় বাংলাদেশে। পাঠান, জাওয়ান ও ডানকি নিয়ে তুমুল উত্তেজনা দেখা গেছে দেশের দর্শকদের মধ্যে।
অন্যদিকে স্বপন চৌধুরীও সরব হয়েছেন মিডিয়াতে। তিনি অনেক দিন ধরেই কাজ করছেন দেশের মিডিয়াঙ্গনে। সম্প্রতি অপারেশন জ্যাকপট সিনেমার কাজ শুরু করেছেন তিনি। সিনেমাটির প্রযোজক স্বপন চৌধুরী। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় অপারেশন জ্যাকপট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।