আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি দীর্ঘ ১৪ বছর পর ভারতে আসছেন। ‘GOAT Tour 2025’ নামে তার এই সফরে কলকাতা, মুম্বাই ও দিল্লি শহরে আয়োজন করা হয়েছে বিশেষ ইভেন্ট।
মেসি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “এই ডিসেম্বরে ভারতের মতো সুন্দর দেশে যাওয়ার জন্য আমি রোমাঞ্চিত। যে দেশের মানুষ ফুটবলকে এত ভালোবাসে, সেখানে যাওয়া সবসময়ই আমার জন্য গর্বের। নতুন প্রজন্মের ভারতীয় সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করতে মুখিয়ে আছি।”
১২ ডিসেম্বর কলকাতায় পা রাখবেন মেসি। ১৩ ডিসেম্বর সল্ট লেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘GOAT Cup’ ও ‘GOAT Concert’, যেখানে তার সঙ্গে দেখা করবেন ক্রিকেট কিংবদন্তি সৌরভ গাঙ্গুলী, ফুটবল কিংবদন্তি বাইচুং ভুটিয়া ও টেনিস তারকা লিয়েন্ডার পেজ।
১৪ ডিসেম্বর মেসি মুম্বাই যাবেন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউড কিং শাহরুখ খান এবং ক্রিকেট সুপারস্টাররা শচীন টেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনি।
১৫ ডিসেম্বর দিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়ামে মেসির উপস্থিতিতে বিশেষ আয়োজন করা হবে। ইভেন্টের টিকিটের মূল্য শুরু হচ্ছে ৩,৫০০ রুপি, যা শুধুমাত্র ‘District’ অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে।
আগামী নভেম্বরে মেসি ভারতের কেরালায় একটি প্রীতি ম্যাচ খেলবেন। তবে প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। আয়োজকরা চতুর্থ শহর নিয়েও আলোচনায় রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।