দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ১৪ হাজার রানের ক্লাবে মুশফিক

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১৪ হাজার রান করেছেন মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে অনুষ্ঠিত একমাত্র টেস্টের দ্বিতীয় ইনিংসে ওই কীর্তি স্পর্শ করেন তিনি।

এর আগে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১৪ হাজার রানের কীর্তি গড়েন ওপেনার তামিম ইকবাল। দেশের প্রথম ১৫ হাজার রান করা ক্রিকেটারও তিনি।

মুশফিক ২৪৫ ওয়ানডে খেলে সাত হাজার ৪৫ রান করেছেন। ১০২ আন্তর্জাতিক টি-২০ খেলে দেড় হাজার রান করেছেন তিনি। জাতীয় দলের হয়ে আইরিশদের বিপক্ষে তিনি ৮৫তম টেস্ট খেলতে নামেন। ওই টেস্টের আগে তিন ফরম্যাটে তার রান ছিল ১৩ হাজার ৮৬৬।

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে তিনি ১২৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে নেন। এরপর দ্বিতীয় ইনিংসে আট রান করতেই ১৪ হাজারের ঘরে ঢুকেছেন তিনি। তৃতীয় বাংলাদেশি হিসেবে ১৪ হাজার রান করার কীর্তি থেকে ১৫ রান দূরে আছেন সাকিব।