বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: আধুনিক এই প্রযুক্তির যুগে ই-বাইক নিয়ে মানুষের আগ্রহ দিন দিন বেড়েই চলছে। এবার বাজারে আসছে নতুন এক ই-বাইক।
ভারতীয় জনপ্রিয় সংবাদমাধ্যম নিউজ১৮ এ প্রকাশিত একটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী জান যায়, ই-বাইকটিতে থাকছে ৪.৪ কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, এটি এক চার্জেই চলবে ১৫০ কিলোমিটার। ব্যবহারের ভিত্তিতে এটি ২০০ কিলোমিটার পর্যন্তও চলতে পারে। ভারতে বাজারে আসছে এই ই-বাইকটি।
শুক্রবার নয়ডার একটি এস্কপোতে প্রকাশ্যে এসেছে ওকায়ার নতুন ই-বাইক। যেটির টোকেন অ্যামাউন্ট নির্ধারিত হয়েছে মাত্র ২ হাজার টাকা।
আকর্ষনীয় বাইকটিতে থাকছে এলইডি লাইট। বাইকটির সর্বোচ্চ গতি হতে পারে ৬০ থেকে ৭০ কিলোমিটার। প্রতিবেশী দেশ ভারতে দূষণ নিয়ন্ত্রণের তাগিদে এখন জোর দেওয়া হচ্ছে ই-বাইক তৈরির দিকে। সেই কারণেই বাজারে কম খরচে যাতায়াতের জন্য হাতের মুঠোয় এসেছে
এই চমৎকার বাইকটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।