অর্থনীতি ডেস্ক : দশম আয়কর মেলার প্রথম দিনে টেলিকম অপারেটর গ্রামীণফোন (জিপি) ১৫০ কোটি টাকার আয়কর রিটার্ন দাখিল করেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বেইলী রোডের অফিসার্স ক্লাবে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল ফোলি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়ার কাছে ১৫০ টাকার আয়কর রিটার্ন দাখিল করেন।
এসময় এনবিআর চেয়ারম্যান বলেন, করদাতা নিজে চাইলে তবেই কেবল তার পরিশোধিত করের অঙ্ক প্রকাশ করার বিধান রয়েছে।
আয়কর রিটার্ন দাখিলের পর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, কর দেয়া একটি আনন্দ ও উৎসবের বিষয়। আমরা সপরিবারে কর দিচ্ছি। আপনারা সবাই এ উৎসবে সামিল হোন।
ঢাকার মেলায় এবার করদাতাদের সুবিধা বাড়ানো হয়েছে। ঢাকার মেলায় মোট হেল্প ডেক্স থাকছে ৫৩টি। ২ হাজার ২৫০ বর্গফুটের ই-টিআইএন জোন, ৫২টি রিটার্ন বুথ, ব্যাংকের চারটি ডেস্ক, দুটি এটিএম বুথ থাকছে। এছাড়া, রয়েছে মিডিয়া সেন্টার ও মেডিক্যাল সেন্টার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।